১৯ নভেম্বর ২০২৪ মঙ্গলবার, ০৪:৪৬ পিএম
স্টাফ রিপোর্টার
শেয়ার বিজনেস24.কম
বিনা প্রতিদ্বন্দ্বিতায় ডিএসই পরিচালক হলেন মিনহাজ মান্নান |
ডিএসই’র পরিচালনা পর্ষদের একটি শূন্যপদে নির্বাচন পরিচালনার জন্য ডিএসই’র পরিচালনা পর্ষদ গত ১৬ অক্টোবর ১০৭৭তম বোর্ড সভায় অবসরপ্রাপ্ত বিচারপতি (বাংলাদেশ সুপ্রীম কোর্টের হাইকোর্ট ডিভিশন) মোঃ আব্দুস সামাদকে চেয়ারম্যান করে ৩ (তিন) সদস্যবিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করা হয়৷ নির্বাচন কমিশনের অপর দুই সদস্য হলেন ডিএসই’র শেয়ারহোল্ডার প্রতিনিধি মোঃ রফিকুল ইসলাম এবং দেওয়ান আজিজুর রহমান৷
নির্বাচন কমিশন একজন শেয়ারহোল্ডার পরিচালক নির্বাচনের জন্য ২৮ অক্টোবর নির্বাচনী তফসীল ঘোষণা করেন৷ নির্বাচনী তফসীল অনুসারে ১২ নভেম্বর থেকে ১৭ নভেম্বর পর্যন্ত ছিল মনোনয়নপত্র জমা দেয়ার তারিখ৷ ওই সময়ের মধ্যে শুধুমাএ বিএলআই সিকিউরিটিজ লিমিটেড-এর শেয়ারহোল্ডার প্রতিনিধি মিনহাজ মান্নান ইমন মনোনয়ন পত্র দাখিল করেন৷ ১৯ নভেম্বর নির্বাচন কমিশন জমাদানকৃত মনোনয়নপত্র যাচাই-বাছাই করে তাকে যোগ্য বলে বিবেচিত করেন।
মিনহাজ মান্নান ইমন দীর্ঘ ৩৫ বছর ধরে পুঁজিবাজারের সাথে সম্পৃক্ত এবং অভিঞ্জতা সম্পন্ন৷ তিনি এই দীর্ঘ সময়ে বেশ কিছু কোম্পানির ইস্যু ম্যানেজার এবং আন্ডাররাইটারের দায়িত্ব পালন করেছেন৷ তিনি ফৌজদারহাট ক্যাডেট কলেজ থেকে এসএসসি ও এইচএসসি পাশ করেন৷ পরে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ম্যানেজমেন্টে স্নাতকোওর ডিগ্রি অর্জন করেন এবং রহমান রহমান হক এন্ড কোম্পানি থেকে ৪ বছর মেয়াদী চার্টার্ড একাউন্টেন্সি কোর্স সফলতার সাথে শেষ করেন৷ বিএলআই সিকিউরিটিজ লিঃ ২০০১ সালে আর্থিক প্রতিষ্ঠান হিসেবে ডিএসই`র সদস্যপদ লাভ করেন৷ মিনহাজ মান্নান ইমন ২০০৩ সালে ঢাকা স্টক এক্সচেঞ্জের আর্থিক প্রতিষ্ঠান বিএলআই সিকিউরিটিজ লিঃ এর প্রতিনিধি হিসাবে দায়িত্ব গ্রহণ করেন৷ বর্তমানে তিনি উক্ত ব্রোকারেজ হাউজের ব্যবস্থাপনা পরিচালক৷ তিনি টুমোরোল্যান্ড লিমিটেড এবং গ্রীনওয়ার্ক লিমিটেড এর উদ্যোক্তা পরিচালক৷
এ ছাড়াও তিনি চট্রগ্রাম স্টক এক্সচেঞ্জের কর্পোরেট সদস্য প্রাটিনাম সিকিউরিটিজ লিঃ এর স্বত্বাধিকারী এবং ব্যবস্থাপনা পরিচালক৷ জনাব ইমন ২০১২ সালের মার্চে প্রথমবারের মতো পরিচালক নির্বাচিত হয়ে ২০১৪ সালের জুন পর্যন্ত দায়িত্ব পালন করেন৷ পরবতী সময়ে তিনি ২০১৮ সালের মার্চে পুণরায় পরিচালক নির্বাচিত হন এবং ২০২০ সালের সেপ্টম্বর পর্যন্ত দায়িত্ব পালন করেন৷
শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।