facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২০ এপ্রিল রবিবার, ২০২৫

Walton

ডিএসইতে লেনদেন বৃদ্ধি, বাজার মূলধনেও ইতিবাচক প্রবৃদ্ধি


০১ মার্চ ২০২৫ শনিবার, ১০:৫৫  এএম

ডেস্ক রিপোর্ট

শেয়ার বিজনেস24.কম


ডিএসইতে লেনদেন বৃদ্ধি, বাজার মূলধনেও ইতিবাচক প্রবৃদ্ধি

বিদায়ী সপ্তাহে (২৩ ফেব্রুয়ারি-২৭ ফেব্রুয়ারি) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের মিশ্র প্রতিক্রিয়ার মধ্য দিয়ে লেনদেন হয়েছে। আলোচ্য সপ্তাহে টাকার অংকে লেনদেনের পরিমাণ বৃদ্ধি পেয়েছে, একইসঙ্গে বেড়েছে ডিএসইর বাজার মূলধন।

পুঁজিবাজারের সাপ্তাহিক হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।

সপ্তাহের শুরুতে ডিএসইর বাজার মূলধন ছিল ৬ লাখ ৯৫ হাজার ১৯১ কোটি ৫৮ লাখ টাকা। সপ্তাহ শেষে তা দাঁড়িয়েছে ৬ লাখ ৯৫ হাজার ৩৬৪ কোটি ২০ লাখ টাকায়। অর্থাৎ, সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন বেড়েছে ১৭২ কোটি ৬২ লাখ টাকা বা ০ দশমিক ০২ শতাংশ।

সমাপ্ত সপ্তাহে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স বেড়েছে ৪৬ দশমিক ৯৩ পয়েন্ট বা ০ দশমিক ৯০ শতাংশ। তবে ডিএসই-৩০ সূচক কমেছে ৪ দশমিক ৩৪ পয়েন্ট বা ০ দশমিক ২৩ শতাংশ, আর ডিএসইএস সূচক বেড়েছে ৪ দশমিক ০৮ পয়েন্ট বা ০ দশমিক ৩৫ শতাংশ।

আলোচ্য সপ্তাহে ডিএসইতে মোট লেনদেন হয়েছে ২ হাজার ৫৯০ কোটি ৩০ লাখ টাকা। এর আগের সপ্তাহে মোট লেনদেন ছিল ২ হাজার ৩৫১ কোটি ৭৩ লাখ টাকা। অর্থাৎ, এক সপ্তাহের ব্যবধানে লেনদেন বেড়েছে ২৩৮ কোটি ৫৭ লাখ টাকা

এদিকে, চলতি সপ্তাহের প্রতি কার্যদিবসে ডিএসইতে গড়ে লেনদেন হয়েছে ৫১৮ কোটি ০৬ লাখ টাকা। এর আগের সপ্তাহে প্রতিদিন গড়ে লেনদেন ছিল ৪৭০ কোটি ৩৪ লাখ টাকা। অর্থাৎ, প্রতি কার্যদিবসে গড় লেনদেন বেড়েছে ১০ দশমিক ১৪ শতাংশ

সপ্তাহজুড়ে ডিএসইতে ৩৯৮টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে ২৬১টি কোম্পানির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে, ১০৮টির শেয়ারদর কমেছে এবং ২৯টি কোম্পানির শেয়ারদর অপরিবর্তিত রয়েছে।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: