১৮ ফেব্রুয়ারি ২০২৫ মঙ্গলবার, ০৯:৫৬ পিএম
ডেস্ক রিপোর্ট
শেয়ার বিজনেস24.কম
![]() |
প্রতিষ্ঠান গঠনে তিন দশকের অভিজ্ঞতা
সৈয়দা জাকেরিন বখত নাসির ৩২ বছরেরও বেশি সময় ধরে মানবসম্পদ ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন। তিনি আমেরিকান এক্সপ্রেস ব্যাংক লিমিটেড এবং সিমেন্স বাংলাদেশ লিমিটেডের মানবসম্পদ প্রধান হিসেবে কাজ করেছেন। সাংগঠনিক উন্নয়ন, পরিবর্তন ব্যবস্থাপনা, নেতৃত্ব বিকাশ এবং প্রতিভা ব্যবস্থাপনায় তাঁর রয়েছে বিশেষ দক্ষতা। তিনি বাংলাদেশ সোসাইটি ফর হিউম্যান রিসোর্সেস ম্যানেজমেন্ট (বিএইচআরএম) এর প্রতিষ্ঠাতা সহ-সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
বর্তমানে তিনি জেড এন কনসালটেন্টস-এর প্রধান পরামর্শক ও সিইও হিসেবে দায়িত্ব পালন করছেন। এই প্রতিষ্ঠানটি সাংগঠনিক রূপান্তর, প্রতিভা ব্যবস্থাপনা এবং ক্ষতিপূরণ ও সুবিধা নীতিমালা ডিজাইনের মতো মানবসম্পদ বিষয়ক সমাধান প্রদান করে।
শিক্ষা ও আন্তর্জাতিক অভিজ্ঞতা
সৈয়দা জাকেরিন বখত নাসির ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফিন্যান্স ও ব্যাংকিং-এ বি.কম (অনার্স) এবং ফিন্যান্স-এ এম.কম ডিগ্রি অর্জন করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন ও ফাইন্যান্স অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্য।
তিনি পাকিস্তানে সিমেন্সের একটি সিস্টার কনসার্নে কাজ করে কার্যকরী অভিজ্ঞতা অর্জন করেন এবং জার্মানির সিমেন্সের প্রধান কার্যালয়ের এইচআর বিভাগে কাজের অভিজ্ঞতা লাভ করেন। এছাড়াও, সিঙ্গাপুর, থাইল্যান্ড, ভারত, মালয়েশিয়া ও হংকং-এ অনুষ্ঠিত একাধিক কর্মশালায় অংশগ্রহণ করেছেন।
ডিএসই’র পরিচালনা পর্ষদে নতুন সংযোজন
নতুন পরিচালককে স্বাগত জানিয়ে ডিএসই’র চেয়ারম্যান মমিনুল ইসলাম বলেন, “সৈয়দা জাকেরিন বখত নাসিরের নিয়োগের মাধ্যমে আমাদের পরিচালনা পর্ষদ আরও সমৃদ্ধ হলো। তাঁর দীর্ঘ অভিজ্ঞতা ও দক্ষতা আমাদের পুঁজিবাজার ও দেশের অর্থনীতির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
ডিএসই’র পরিচালনা পর্ষদের সকল সদস্যের উপস্থিতিতে অনুষ্ঠিত সভায় তিনি আরও বলেন, “বিভিন্ন সেক্টরের অভিজ্ঞ ব্যক্তিবর্গের সমন্বয়ে পরিচালনা পর্ষদ গঠিত হয়েছে, যা বিনিয়োগকারীদের প্রত্যাশা পূরণে কার্যকর ভূমিকা রাখবে।”
পূর্ববর্তী পরিচালক পদত্যাগ
উল্লেখ্য, অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব ড. নাহিদ হোসেন গত ৪ ডিসেম্বর ২০২৪ তারিখে ডিএসই’র পরিচালনা পর্ষদ থেকে পদত্যাগ করেন। তাঁর পদত্যাগের ফলে শূন্য হওয়া পরিচালক পদে সৈয়দা জাকেরিন বখত নাসিরকে নিয়োগ প্রদান করা হয়।
নতুন স্বতন্ত্র পরিচালকের অন্তর্ভুক্তির মাধ্যমে ডিএসই’র পরিচালনা পর্ষদ আরও দক্ষ ও পরিপূর্ণ হলো, যা পুঁজিবাজারের অগ্রযাত্রায় ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করা হচ্ছে।
শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।