facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২১ এপ্রিল সোমবার, ২০২৫

Walton

ডিজিটাল সেবা নিয়ে রবি ও ব্র্যাক ব্যাংকের মধ্যে চুক্তি


০৪ আগস্ট ২০২৩ শুক্রবার, ০৭:১৬  পিএম

স্টাফ রিপোর্টার

শেয়ার বিজনেস24.কম


ডিজিটাল সেবা নিয়ে রবি ও ব্র্যাক ব্যাংকের মধ্যে চুক্তি

ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতের সাথে সংশ্লিষ্ট গ্রাহকদের ডিজিটাল ভ্যাস সেবা প্রদানের লক্ষ্যে রবি আজিয়াটা লিমিটেড এবং ব্র্যাক ব্যাংক সম্প্রতি একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে। ব্র্যাক ব্যাংকের ঢাকাস্থ প্রধান কার্যালয়ে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানটি আয়োজিত হয়।

রবির এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট (ইভিপি), ভ্যাস এবং নিউ বিজনেস, আরমান আহমেদ সিদ্দিকী এবং ব্র্যাক ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব এসএমই ব্যাংকিং, সৈয়দ আব্দুল মোমেন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিটি স্বাক্ষর করেন। এই স্ট্র্যাটেজিক চুক্তির কেন্দ্রবিন্দুতে রয়েছে ব্র্যাক ব্যাংকের ডিজিটাল ব্যাংকিং অ্যাপ, আস্থা, এর সাথে রবির ডিজিটাল জীবনধারার জন্য তৈরি জনপ্রিয় সেবা সমূহের ডিজিটাল সংযুক্তি।

এই চুক্তির আলোকে আস্থা অ্যাপ ব্যবহার করে ব্র্যাক ব্যাংকের গ্রাহকগণ রবির হিরো প্রডাক্ট সমূহ সাবস্ক্রাইব করতে পারবেন, রবির জনপ্রিয় ডিজিটাল গেমস উপভোগ করতে পারবেন, আর-ভেঞ্চার্সের মাধ্যমে স্টার্ট-আপ ব্যবসায় বিনিয়োগের সম্ভাবনা যাচাই করতে পারবেন, রবির ডিজিটাল টিকেটিং প্লাটফর্ম, বিডিটিকেটস থেকে টিকেট কিনতে পারবেন, রবির ওটিটি প্লাটফর্ম, বিঞ্জ, সাবস্ক্রাইব করতে পারবেন, অরিজিনাল ডিজিটাল গ্যাজেট রবির ইকমার্স প্লাটফর্ম, রবিশপ থেকে কিনতে পারবেন। এছাড়া, এই চুক্তির মাধ্যমে ব্র্যাক ব্যাংকের বরেণ্য গ্রাহকদের জন্য বিশেষ ডিজিটাল সেবা দেয়ার সুযোগ তৈরি হবে।

চুক্তির বিষয়ে মন্তব্য করতে গিয়ে রবির ইভিপি, ভ্যাস এবং নিউ বিজনেস, আরমান আহমেদ সিদ্দিকী বলেন: “ব্র্যাক ব্যাংকের সাথে এই স্ট্র্যাটেজিক চুক্তি নিয়ে আমরা ভীষণ উৎসাহিত বোধ করছি। ডিজিটাল কোম্পানিতে রূপান্তরের অংশ হিসেবে রবি বেশ অগ্রসর হয়েছে এরই মধ্যে। এই চুক্তির মাধ্যমে আমাদের জনপ্রিয় ডিজিটাল সেবাগুলো ব্র্যাক ব্যাংকের প্রযুক্তি সচেতন গ্রাহকদের কাছে পৌঁছে দেয়ার সুযোগ তৈরি হল।”

ব্র্যাক ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব এসএমই ব্যাংকিং, সৈয়দ আব্দুল মোমেন বলেন: "প্রতিষ্ঠালগ্ন থেকে ১৫ লক্ষ এসএমই গ্রাহককে ব্যাংকিং সেবা দিতে পেরে আমরা গর্বিত। আমরা সবসময় আমাদের গ্রাহকদের জন্য নতুন নতুন আর্থিক সেবা ও অন্যান্য ব্যাংকিং সুবিধা প্রদানে নিবেদিতভাবে কাজ করে থাকি। এই সমঝোতা চুক্তির মাধ্যমে রবির সাথে কাজ করে আমাদের এসএমই গ্রাহকদের জন্য অভিনব ডিজিটাল সেবা প্রদানের সুযোগ তৈরি হয়েছে ।”

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন:

কর্পোরেট -এর সর্বশেষ