২৩ নভেম্বর ২০১৬ বুধবার, ০৯:২৩ পিএম
শেয়ার বিজনেস24.কম
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সদস্য ব্রোকারেজ হাউসের মালিকদের সংগঠন ডিএসই ব্রোকারেজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ডিবিএ) নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন আহমেদ রশিদ লালী। একই সঙ্গে জ্যেষ্ঠ সহসভাপতি হিসেবে মোস্তাক আহমেদ সাদেক ও সহসভাপতি হিসেবে খুজিস্তা নুর-ই-নাহরীন নির্বাচিত হয়েছেন।
ঢাকা স্টক এক্সচেঞ্জের সাবেক সভাপতি আহসানুল ইসলামের নেতৃত্বে ২০১৪ সালে ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশনের যাত্রা শুরু হয়। সর্বশেষ তিনি সংগঠনটির সভাপতির দায়িত্বে ছিলেন।
বুধবার সন্ধ্যায় রাজধানীর একটি ক্লাবে সংগঠনের বার্ষিক সাধারণ সভা (এজিএম) শেষে এ নতুন নেতৃত্ব ঘোষণা করা হয়। এ তিনটি পদে ভোট গ্রহণের কথা থাকলেও শেষ পর্যন্ত নবনির্বাচিত ১৫ জন পরিচালকের সর্বসম্মতিতে বিনানির্বাচনেই তাদের নাম ঘোষণা করা হয়।
ডিবিএ নির্বাচন কমিশনের চেয়ারম্যান হারুনুর রশিদ তাদের নাম ঘোষণা করেন।
এর আগে ২০ নভেম্বর রোববার সকাল সাড়ে ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত প্রথমবারের মতো ডিবিএ পরিচালক পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই দিন ভোটের মাধ্যমে ১৯ জন প্রার্থীর মধ্য থেকে ১৫ জন পরিচালক নির্বাচিত হন। তারা হলেন রশিদ ইনভেস্টমেন্ট সার্ভিসের আহমেদ রশিদ লালী, ইনভেস্টমেন্ট প্রমোশন সার্ভিসের মোস্তাক আহমেদ সাদেক, মডার্ন সিকিউরিটিজের খুজিস্তা নুর-ই নাহরীন, প্রাইমলিংক সিকিউরিটিজের মো. জহিরুল ইসলাম, রয়েল গ্রিন সিকিউরিটিজের আবদুল হক, মো. শহিদুল্লাহ সিকিউরিটিজের শরীফ আনোয়ার হোসেন, গ্লোবাল সিকিউরিটিজের রিচার্ড ডি রোজারিও, শ্যামল ইক্যুইটি ম্যানেজমেন্টের মো. সাজেদুল ইসলাম, রাশটি সিকিউরিটিজের সৈয়দ রেদোয়ানুল ইসলাম, থিয়া সিকিউরিটিজের মাহবুবুর রহমান, ডিবিএল সিকিউরিটিজের মোহাম্মদ আলী, সাদ সিকিউরিটিজের মো. দেলোয়ার হোসাইন, ইউনিক্যাপ সিকিউরিটিজের ওয়ালি উল ইসলাম, কান্ট্রি স্টক লিমিটেডের খাজা আসিফ আহম্মেদ, শাহেদ সিকিউরিটিজের শাহেদ আবদুল খালেক।
শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।