১৬ নভেম্বর ২০২৪ শনিবার, ১২:৩৯ পিএম
ডেস্ক রিপোর্ট
শেয়ার বিজনেস24.কম
শেয়ারবাজারে তালিকাভুক্ত চারটি রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানির মধ্যে তিনটি ইতোমধ্যে ৩০ জুন, ২০২৪ সমাপ্ত অর্থবছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে। এর মধ্যে পদ্মা অয়েল ও মেঘনা পেট্রোলিয়াম তাদের ইতিহাসের সর্বোচ্চ ডিভিডেন্ড এবং মুনাফার ঘোষণা দিয়ে নজর কেড়েছে।
পদ্মা অয়েল: স্থিতিশীল ডিভিডেন্ড ও মুনাফা বৃদ্ধির ধারায়
২০২৪ অর্থবছরে পদ্মা অয়েল ১৪০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে, যা আগের বছরের সমান। এ সময় কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) বেড়ে হয়েছে ৪১ টাকা ৫৯ পয়সা, যা গত বছরের ৩৫ টাকা ৫৮ পয়সার চেয়ে উল্লেখযোগ্যভাবে বেশি।
**মেঘনা পেট্রোলিয়াম: ডিভিডেন্ডে এগিয়ে**
মেঘনা পেট্রোলিয়াম এবার ১৭০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে, যা গত বছরের ১৬০ শতাংশ থেকে বেশি। সমাপ্ত অর্থবছরে তাদের ইপিএস হয়েছে ৫০ টাকা ১১ পয়সা, যা আগের বছরের তুলনায় ২০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
ইস্টার্ন লুব্রিকেন্ট: মিশ্র ডিভিডেন্ডের ধারায়
ইস্টার্ন লুব্রিকেন্ট ৯০ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে, যার মধ্যে ৮০ শতাংশ ক্যাশ এবং ১০ শতাংশ স্টক। এ বছর তাদের ইপিএস দাঁড়িয়েছে ২৪ টাকা ৮২ পয়সায়, যা আগের বছরের ১৯ টাকা ৮১ পয়সার চেয়ে বেশি।
যমুনা অয়েল: রেকর্ডের পথে সম্ভাবনা
যমুনা অয়েল এখনো ডিভিডেন্ড ঘোষণা করেনি। তবে প্রান্তিক প্রতিবেদন অনুযায়ী, এ বছরও তাদের রেকর্ড মুনাফা ধরে রাখার সম্ভাবনা রয়েছে।
কোম্পানিগুলোর বার্ষিক সাধারণ সভা (এজিএম):
**পদ্মা অয়েল**: ১১ জানুয়ারি ২০২৪ (রেকর্ড ডেট: ৩ ডিসেম্বর)।
**মেঘনা পেট্রোলিয়াম**: ১ ফেব্রুয়ারি ২০২৪ (রেকর্ড ডেট: ১৫ ডিসেম্বর)।
**ইস্টার্ন লুব্রিকেন্ট**: ৮ ফেব্রুয়ারি ২০২৪ (রেকর্ড ডেট: ৯ ডিসেম্বর)।
রাষ্ট্রায়ত্ত এসব কোম্পানির অসাধারণ পারফরম্যান্স বিনিয়োগকারীদের মধ্যে ইতিবাচক প্রভাব ফেলেছে এবং শেয়ারবাজারে স্থিতিশীলতা ধরে রাখতে ভূমিকা রাখছে।
শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।