১১ এপ্রিল ২০২৫ শুক্রবার, ০৭:৫৬ এএম
ডেস্ক রিপোর্ট
শেয়ার বিজনেস24.কম
![]() |
পুঁজিবাজারে তালিকাভুক্ত আটটি কোম্পানি শেয়ারহোল্ডারদের জন্য আসন্ন ডিভিডেন্ড ঘোষণার তারিখ নির্ধারণ করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, কোম্পানিগুলো ৩১ ডিসেম্বর ২০২৪ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা শেষে ডিভিডেন্ড ঘোষণা করবে।
এই তালিকায় রয়েছে—যমুনা ব্যাংক, আইডিএলসি ফাইন্যান্স, বাংলাদেশ ফাইন্যান্স, আইপিডিসি ফাইন্যান্স, প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট, প্রগতি ইন্স্যুরেন্স, মেঘনা ইন্স্যুরেন্স এবং ইউনাইটেড ইন্স্যুরেন্স।
বোর্ড সভার সময়সূচি অনুযায়ী, আইডিএলসি ফাইন্যান্সের সভা হবে ১৩ এপ্রিল, প্রাইম ফাইন্যান্সের ১৫ এপ্রিল, আইপিডিসি ফাইন্যান্সের ১৬ এপ্রিল, বাংলাদেশ ফাইন্যান্স ও প্রগতি ইন্স্যুরেন্সের ১৭ এপ্রিল, মেঘনা ইন্স্যুরেন্স ও যমুনা ব্যাংকের ২০ এপ্রিল এবং ইউনাইটেড ইন্স্যুরেন্সের বোর্ড সভা হবে ২১ এপ্রিল।
গত বছর এই কোম্পানিগুলোর মধ্যে আইডিএলসি ফাইন্যান্স ১৫% ক্যাশ, আইপিডিসি ফাইন্যান্স ৫% ক্যাশ ও ৫% বোনাস, যমুনা ব্যাংক ১৭.৫% ক্যাশ ও ৮.৫% বোনাস, প্রগতি ইন্স্যুরেন্স ২০% ক্যাশ ও ৭% বোনাস, মেঘনা ও ইউনাইটেড ইন্স্যুরেন্স ১০% করে ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে।
তবে বাংলাদেশ ফাইন্যান্স ও প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট গত বছর কোনো ডিভিডেন্ড দেয়নি। এবার তারা কী ঘোষণা দেয়, তা নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে বাড়ছে আগ্রহ।
শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।