facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ১২ মার্চ বুধবার, ২০২৫

Walton

ডিসেম্বর-মার্চের মধ্যে নির্বাচন: প্রস্তুতি চূড়ান্ত


০৬ মার্চ ২০২৫ বৃহস্পতিবার, ০১:২৭  পিএম

ডেস্ক রিপোর্ট

শেয়ার বিজনেস24.কম


ডিসেম্বর-মার্চের মধ্যে নির্বাচন: প্রস্তুতি চূড়ান্ত

চলতি বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের মার্চের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, নির্বাচনে কারা অংশ নেবে, তা নির্ধারণ করবে নির্বাচন কমিশন। আওয়ামী লীগ নির্বাচনে অংশ নেবে কিনা, সে সিদ্ধান্ত দলটিকে নিতে হবে।

হাসিনার নির্বাসন ও নতুন রাজনৈতিক প্রেক্ষাপট

বিবিসির প্রতিবেদনে বলা হয়, গত বছর ছাত্র-জনতার ব্যাপক আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত হয়ে ভারতের আশ্রয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর দেশটিতে নতুন অন্তর্বর্তী সরকার গঠিত হয়। সাম্প্রতিক সময়ে মানবাধিকার লঙ্ঘন, গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে।

নির্বাচন নিয়ে পরিকল্পনা

ড. ইউনূস বলেন, “আমাদের লক্ষ্য সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করা। আইনশৃঙ্খলা পুনরুদ্ধার ও অর্থনীতি পুনর্গঠন আমাদের অগ্রাধিকার।” তিনি আরও বলেন, প্রয়োজনীয় সংস্কার দ্রুত সম্পন্ন হলে নির্বাচন ডিসেম্বরেই হতে পারে, তবে সময় বেশি লাগলে তা মার্চ পর্যন্ত গড়াতে পারে।

দেশের পরিস্থিতি ও আইনের শাসন

সাত মাস পরও আইনশৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হয়নি বলে মনে করেন অনেকে। তবে ড. ইউনূস বলছেন, “গত বছরের তুলনায় পরিস্থিতি অনেক ভালো। দেশের শৃঙ্খলা পুনরুদ্ধার ও অর্থনীতিকে এগিয়ে নেওয়ার কাজ চলছে।”

আওয়ামী লীগের ভবিষ্যৎ অনিশ্চিত

শেখ হাসিনা নির্বাসিত থাকায় দল হিসেবে আওয়ামী লীগের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। সাম্প্রতিক সময়ে তাদের নেতাকর্মীদের বাড়িঘরে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

যুক্তরাষ্ট্রের সাহায্য ও সরকারের অবস্থান

যুক্তরাষ্ট্রের বৈদেশিক সাহায্য কমানোর সিদ্ধান্ত নিয়ে ড. ইউনূস বলেন, “আমরা নিজেরাই দুর্নীতির বিরুদ্ধে লড়াই করতে চেয়েছিলাম। এটি আমাদের জন্য একটি সুযোগ।”

বাংলাদেশের রাজনীতিতে আসন্ন নির্বাচন নতুন মোড় আনবে বলে ধারণা করা হচ্ছে। এখন দেখার বিষয়, শেখ হাসিনা ও তার দল নির্বাচনে কী অবস্থান নেয় এবং অন্তর্বর্তী সরকার কত দ্রুত নিরপেক্ষ নির্বাচন আয়োজন করতে পারে।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন:

রাজনীতি -এর সর্বশেষ