facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২৩ ডিসেম্বর সোমবার, ২০২৪

Walton

ডোনাল্ড লুয়ের বক্তব্যে যুক্তরাষ্ট্রের অবস্থান পরিষ্কার: কাদের


১৬ মে ২০২৪ বৃহস্পতিবার, ০৪:৪৬  পিএম

স্টাফ রিপোর্টার

শেয়ার বিজনেস24.কম


ডোনাল্ড লুয়ের বক্তব্যে যুক্তরাষ্ট্রের অবস্থান পরিষ্কার: কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ডোনাল্ড লুয়ের বক্তব্যে যুক্তরাষ্ট্রের অবস্থান পরিষ্কার। যুক্তরাষ্ট্রের অবস্থান ব্যাখ্যা করেছেন ডোনাল্ড লু। তার বক্তব্যেই দেশটির অবস্থান প্রকাশিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ মে) দুপুরে তেজগাঁওয়ের রহমতে আলম ইসলাম মিশন এতিমখানায় সুবিধাবঞ্চিতদের মধ্যে সুষম খাবার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

‘যুক্তরাষ্ট্রের অবস্থান নির্বাচনের আগের অবস্থায় আছে’- বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন মন্তব্যের বিষয়ে ওবায়দুল কাদের বলেন, তিনি কীভাবে জানলেন যুক্তরাষ্ট্রের অবস্থান এখনো আগের জায়গায়। ডোনাল্ড লুর বক্তব্য কি মির্জা ফখরুল শোনেননি? ফখরুলের প্রশ্নের জবাব ডনাল্ড লু তার বক্তব্যে পরিষ্কার করেছেন। এখানে আর মন্তব্য করারও প্রয়োজন পড়ে না।

সেতুমন্ত্রী বলেছেন, শেখ হাসিনা জনগণের ভাগ্যের পরিবর্তন করেছে। আগে যারা ক্ষমতায় ছিল তারা পকেটের উন্নয়ন করেছে। বাংলাদেশের ৪৩ বছরের ইতিহাসে সবচেয়ে সাহসী ও জনপ্রিয় নেতা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা।

তিনি বলেন, ১৫ বছর আগের বাংলাদেশের সাথে এই বাংলাদেশের কোন মিল নেই। উন্নয়নে এবং আধুনিকতায় বদলে গেছে দেশ। এই রূপান্তরের রূপকার শেখ হাসিনা। শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন গণতন্ত্রের প্রত্যাবর্তন। শেখ হাসিনা ফিরে এসেছিলেন বলে যুদ্ধাপরাধী ও বঙ্গবন্ধুর হত্যাকারীদের বিচার হয়েছে।

আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক উপ-কমিটির সম্পাদক আমিনুল ইসলাম আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম প্রমুখ।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন:

রাজনীতি -এর সর্বশেষ