facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২১ জানুয়ারি মঙ্গলবার, ২০২৫

Walton

ঢাকা বিশ্ববিদ্যালয়ে সন্ধ্যার পর মাইক বাজানো নিষিদ্ধ


০৮ ডিসেম্বর ২০২৪ রবিবার, ০৯:৪৩  এএম

ডেস্ক রিপোর্ট

শেয়ার বিজনেস24.কম


ঢাকা বিশ্ববিদ্যালয়ে সন্ধ্যার পর মাইক বাজানো নিষিদ্ধ

শিক্ষার্থীদের পড়াশোনার পরিবেশ নিশ্চিত করতে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে সন্ধ্যা ৬টার পর মাইক বাজানো নিষিদ্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শনিবার (৭ নভেম্বর) রাত ১১টার দিকে প্রক্টর অফিস থেকে পাঠানো এক জরুরি বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জারি করা হয়।

বিজ্ঞপ্তিতে নির্দেশনা:
বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে জানানো হয়, উচ্চস্বরে স্পিকার, মাইক বা গাড়ির হর্ন ব্যবহার পুরোপুরি নিষিদ্ধ। বিশেষ করে সন্ধ্যা ৬টার পর টিএসসি, স্বোপার্জিত স্বাধীনতা চত্বর, আবাসিক হল ও আশপাশের এলাকায় মাইকিং করে কোনো ধরনের অনুষ্ঠান আয়োজন করা যাবে না।

শিক্ষার্থীদের অভিনব প্রতিবাদে নড়েচড়ে বসে প্রশাসন:
নতুন এই নির্দেশনার পেছনে শিক্ষার্থীদের দীর্ঘদিনের ভোগান্তিই মূল কারণ। এর আগে টিএসসি, রাজু ভাস্কর্যের পাদদেশ এবং ডাস চত্বরে উচ্চশব্দে অনুষ্ঠান এবং মাইকিং চলার কারণে আবাসিক হলের শিক্ষার্থীরা পড়াশোনায় ব্যাঘাতের শিকার হন। মাইকিং করে পণ্য বিক্রি এবং সমাবেশের শব্দে অতিষ্ঠ হয়ে রোকেয়া ও শামসুন নাহার হলের শিক্ষার্থীরা অভিনব প্রতিবাদ করেন। তারা উপাচার্যের বাসভবনের সামনে উচ্চশব্দে সাউন্ড সিস্টেম বাজিয়ে তাদের ক্ষোভ প্রকাশ করেন।

এই প্রতিবাদের পরপরই প্রক্টর ঘটনাস্থলে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের আশ্বস্ত করেন যে তাদের দাবিগুলো বিবেচনা করা হবে। দ্রুত পদক্ষেপ হিসেবে ওই রাতেই বিজ্ঞপ্তি জারি করা হয়, যার ফলে শিক্ষার্থীরা স্বস্তি নিয়ে হলের উদ্দেশ্যে ফিরে যান।

কেন এই সিদ্ধান্ত?
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের মতে, শিক্ষার্থীদের পড়াশোনার সুষ্ঠু পরিবেশ বজায় রাখাই এই সিদ্ধান্তের মূল লক্ষ্য। ক্যাম্পাসজুড়ে মাইক বা উচ্চশব্দের কারণে শিক্ষার্থীদের ক্ষতি হচ্ছিল দীর্ঘদিন ধরে। বিশেষ করে আবাসিক হলগুলোতে সন্ধ্যার পর পড়াশোনা করতে গিয়ে শিক্ষার্থীরা ব্যাপক সমস্যার সম্মুখীন হচ্ছিলেন।

প্রশাসনের কড়া বার্তা:
বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্দেশনা লঙ্ঘনকারীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। মাইক বাজানো সংক্রান্ত বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন শিক্ষার্থীরা। অনেকেই মনে করছেন, প্রশাসনের এই সিদ্ধান্ত ক্যাম্পাসের শান্তিপূর্ণ ও মনোরম পরিবেশ ফিরিয়ে আনতে সাহায্য করবে।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন:

শিক্ষা -এর সর্বশেষ