facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ১৪ নভেম্বর বৃহস্পতিবার, ২০২৪

Walton

ঢাকাসহ সারাদেশে ১৯১ প্লাটুন বিজিবি মোতায়েন


১০ নভেম্বর ২০২৪ রবিবার, ১১:২৮  এএম

স্টাফ রিপোর্টার

শেয়ার বিজনেস24.কম


ঢাকাসহ সারাদেশে ১৯১ প্লাটুন বিজিবি মোতায়েন

রাজধানীসহ সারাদেশে ১৯১ প্লাটুন বিজিবি (বর্ডার গার্ড বাংলাদেশ) মোতায়েন করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিজিবি মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রোববার (১০ নভেম্বর) সকালে বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এক ক্ষুদেবার্তায় এই তথ্য জানান।

গত ৫ আগস্ট ক্ষমতাচ্যুত হয় আওয়ামী লীগ। এরপর থেকে দীর্ঘদিন ক্ষমতায় থাকা দলটি সেভাবে প্রকাশ্যে কোনো কর্মসূচি পালন করছে না। তবে নূর হোসেন দিবস উপলক্ষে রোববার (১০ নভেম্বর) বিকেল তিনটায় গুলিস্তানের জিরো পয়েন্টে নেতা-কর্মীদের জড়ো হয়ে মিছিল করার আহ্বান জানিয়েছে দলটি।

আওয়ামী লীগের এই কর্মসূচিকে প্রতিহতের ঘোষণা দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। ফ্যাসিবাদ প্রতিরোধ মঞ্চের ব্যানারে দুপুর ১২টায় ঢাকায় গুলিস্তানের জিরো পয়েন্টে ‘পতিত স্বৈরাচার আওয়ামী লীগের বিচারের দাবিতে গণজমায়েত’শিরোনামে কর্মসূচি পালনের কথা জানিয়েছে তারা। কর্মসূচি বাস্তবায়নে রাত থেকেই সেখানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা সেখানে অবস্থান নেন। এমন পরিস্থিতির মধ্যে সারাদেশে ১৯১ প্লাটুন বিজিবি মোতায়েন করার বিষয়টি জানানো হলো।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: