facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ০৩ এপ্রিল বৃহস্পতিবার, ২০২৫

Walton

ঢাকায় অপরাধ: ছিনতাইকারীর ছুরিতে প্রাণ গেল কাউছার ও সুমনের


০১ এপ্রিল ২০২৫ মঙ্গলবার, ০৮:০৬  পিএম

ডেস্ক রিপোর্ট

শেয়ার বিজনেস24.কম


ঢাকায় অপরাধ: ছিনতাইকারীর ছুরিতে প্রাণ গেল কাউছার ও সুমনের

রাজধানীতে ক্রমবর্ধমান অপরাধের শিকার হয়ে প্রাণ হারিয়েছেন দুই পরিশ্রমী মানুষ—কাউছার (২০) ও সুমন কুমার পাল (৪০)। পরিবারের মুখে হাসি ফোটানোর স্বপ্ন নিয়ে কাজ করছিলেন তারা, কিন্তু ছিনতাইকারীদের নির্মম হামলায় তাদের জীবন থমকে গেল।

কাউছারের স্বপ্নভঙ্গ

পিরোজপুরের তরুণ কাউছার জীবিকার সন্ধানে ঢাকায় এসে মশার কয়েলের কারখানায় কাজ নেন। কঠোর পরিশ্রম করে পরিবারকে সাহায্য করছিলেন তিনি। ৭ ফেব্রুয়ারি যাত্রাবাড়ীতে ছিনতাইকারীদের হাতে নির্মমভাবে খুন হন কাউছার। ছিনতাইকারীরা তার পথরোধ করে মুঠোফোন ও মূল্যবান সামগ্রী ছিনিয়ে নেয় এবং তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কাউছারের বড় ভাই কাইয়ুম বলেন, ‘আমার ভাইয়ের কোনো শত্রু ছিল না, সে খেটে খাওয়া মানুষ। কেন তাকে হত্যা করা হলো?’ পুলিশ এ ঘটনায় আনিছুর রহমান নামে এক আসামিকে গ্রেপ্তার করেছে, যার বিরুদ্ধে আগেও চুরি ও ছিনতাইয়ের অভিযোগ রয়েছে।

ফার্মেসিতে হামলা, সুমনের করুণ পরিণতি

পটুয়াখালীর যুবক সুমন কুমার পাল রাজধানীর দক্ষিণখানে একটি ফার্মেসি চালাতেন। ১৫ ফেব্রুয়ারি দুপুরে তার দোকানে দুই ছিনতাইকারী ঢুকে টাকা লুট করতে গেলে বাধা দেন সুমন। দুর্বৃত্তরা তাকে হাতুড়ি দিয়ে নির্মমভাবে আঘাত করে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে রাত ৯টায় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সুমনের স্ত্রী ও দুই শিশু সন্তান এখন দিশেহারা। তার শাশুড়ি বলেন, ‘সুমনের আয়ে সংসার চলত। এখন বাচ্চারা প্রতিদিন বাবার খোঁজ করে।’ এ ঘটনায় প্রধান আসামি আবদুল করিমকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আইনশৃঙ্খলা পরিস্থিতি ও পরিবারের দাবি

এই দুই হত্যাকাণ্ড রাজধানীর নিরাপত্তা ব্যবস্থার চরম দুর্বলতা তুলে ধরেছে। নিহতদের পরিবার ও স্বজনরা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। তারা চান, যেন আর কোনো পরিবার এভাবে প্রিয়জনকে হারিয়ে না ফেলে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: