০৯ ডিসেম্বর ২০২৪ সোমবার, ০৯:৫৪ এএম
ডেস্ক রিপোর্ট
শেয়ার বিজনেস24.কম
ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি আজ সোমবার সকাল সাড়ে আটটার কিছু আগে ভারতীয় বিমানবাহিনীর একটি বিশেষ উড়োজাহাজে ঢাকায় পৌঁছেছেন। বাংলাদেশ-ভারত সম্পর্কের সাম্প্রতিক টানাপোড়েনের মধ্যেই তার এই সফর বিশেষ গুরুত্ব বহন করছে।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (দক্ষিণ এশিয়া অনুবিভাগ) ইশরাত জাহান। এটি বিক্রম মিশ্রির প্রথম বাংলাদেশ সফর ভারতের পররাষ্ট্রসচিব হিসেবে।
বিক্রম মিশ্রি আজ বেলা ১১টায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বাংলাদেশের পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিনের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠকে বসবেন। বৈঠকের আগে দুই পররাষ্ট্রসচিবের মধ্যে একান্ত বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।
সচিব পর্যায়ের আলোচনার পর বিক্রম মিশ্রি মধ্যাহ্নভোজে অংশ নেবেন। বিকেলে তিনি বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এবং প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। সফরসূচি অনুযায়ী, আজ রাতেই তিনি দিল্লির উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন।
এ সফরকে ঘিরে দুই দেশের মধ্যে চলমান কূটনৈতিক আলোচনা এবং ভবিষ্যৎ সম্পর্কের সম্ভাবনা নিয়ে আলোচনা হওয়া প্রত্যাশিত। বিশেষ করে, শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতনের পর এটিই দুই দেশের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের প্রথম বৈঠক হওয়ায় সফরটি কৌশলগত দিক থেকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা।
শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।