১১ ডিসেম্বর ২০২৪ বুধবার, ০২:১৮ পিএম
ডেস্ক রিপোর্ট
শেয়ার বিজনেস24.কম
গত ১০ নভেম্বর ল অ্যান্ড লাইফ ফাউন্ডেশন ট্রাস্ট, এক শিক্ষার্থীর অভিভাবকসহ সাতজন আইনজীবী এবং একজন ব্যবসায়ী যৌথভাবে এই রিট করেন। রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ হুমায়ন কবির পল্লব।
আইনজীবী হুমায়ন কবির বলেন, ঢাবির শিক্ষক-কর্মকর্তাদের সন্তানদের জন্য কোটা পদ্ধতি বৈষম্যমূলক। এ ব্যবস্থায় ৪০ শতাংশ নম্বর পেলেই তারা ভর্তি হতে পারে, যা সাধারণ শিক্ষার্থীদের প্রতি অবিচার। খেলোয়াড় কোটা সম্পর্কেও একই যুক্তি তুলে ধরে আদালতে রিটটি করা হয়।
হাইকোর্ট রুলে ঢাবি উপাচার্য ও রেজিস্ট্রারসহ সংশ্লিষ্টদের দুই সপ্তাহের মধ্যে জবাব দিতে নির্দেশ দিয়েছেন।
এটি সংক্ষিপ্ত, চটকদার ও আকর্ষণীয় হেডলাইন এবং কাঠামো দিয়ে পুনরায় লেখা হয়েছে। পাঠকদের আকর্ষণ করতে মূল পয়েন্টগুলো তুলে ধরা হয়েছে।
শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।