facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২১ জানুয়ারি মঙ্গলবার, ২০২৫

Walton

ঢাবিতে পোষ্য ও খেলোয়াড় কোটার বৈধতা চ্যালেঞ্জ: হাইকোর্টের রুল জারি


১১ ডিসেম্বর ২০২৪ বুধবার, ০২:১৮  পিএম

ডেস্ক রিপোর্ট

শেয়ার বিজনেস24.কম


ঢাবিতে পোষ্য ও খেলোয়াড় কোটার বৈধতা চ্যালেঞ্জ: হাইকোর্টের রুল জারি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষে ভর্তিতে পোষ্য ও খেলোয়াড় কোটার বিধান বাতিলে নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না—এই প্রশ্নে হাইকোর্ট রুল জারি করেছেন। বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মুবিনা আসাফের হাইকোর্ট বেঞ্চ আজ মঙ্গলবার এই রুল জারি করেন।

গত ১০ নভেম্বর ল অ্যান্ড লাইফ ফাউন্ডেশন ট্রাস্ট, এক শিক্ষার্থীর অভিভাবকসহ সাতজন আইনজীবী এবং একজন ব্যবসায়ী যৌথভাবে এই রিট করেন। রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ হুমায়ন কবির পল্লব।

আইনজীবী হুমায়ন কবির বলেন, ঢাবির শিক্ষক-কর্মকর্তাদের সন্তানদের জন্য কোটা পদ্ধতি বৈষম্যমূলক। এ ব্যবস্থায় ৪০ শতাংশ নম্বর পেলেই তারা ভর্তি হতে পারে, যা সাধারণ শিক্ষার্থীদের প্রতি অবিচার। খেলোয়াড় কোটা সম্পর্কেও একই যুক্তি তুলে ধরে আদালতে রিটটি করা হয়।

হাইকোর্ট রুলে ঢাবি উপাচার্য ও রেজিস্ট্রারসহ সংশ্লিষ্টদের দুই সপ্তাহের মধ্যে জবাব দিতে নির্দেশ দিয়েছেন।


এটি সংক্ষিপ্ত, চটকদার ও আকর্ষণীয় হেডলাইন এবং কাঠামো দিয়ে পুনরায় লেখা হয়েছে। পাঠকদের আকর্ষণ করতে মূল পয়েন্টগুলো তুলে ধরা হয়েছে।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন:

শিক্ষা -এর সর্বশেষ