২৮ মার্চ ২০২৪ বৃহস্পতিবার, ০৪:৩৪ পিএম
স্টাফ রিপোর্টার
শেয়ার বিজনেস24.কম
![]() |
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে ১ম বর্ষ আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষার কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে পাসের হার ১০ দশমিক ০৭ শতাংশ। ভর্তি পরীক্ষায় পাস করেছেন ১০ হাজার।
ব্যবসায় শিক্ষা ইউনিটে পরীক্ষায় অংশ নেন ৩৪ হাজার ৩৬৭ জন শিক্ষার্থী৷ উত্তীর্ণ হয়েছেন ৪ হাজার ৫৮২ জন৷ পাসের হার ১৩ দশমিক ৩৩ শতাংশ৷ বিজ্ঞান ইউনিটে ১ লাখ ৯ হাজার ৩৬৩ জন অংশ নেন৷ উত্তীর্ণ হয়েছেন ৯ হাজার ৭২৩ জন৷ পাসের হার ৮ দশমিক ৮৯ শতাংশ৷
চারুকলা ইউনিটের পরীক্ষায় ৪ হাজার ৫১০ জন অংশ নিয়েছিলেন৷ তাঁদের মধ্যে ৫৩০ জন উত্তীর্ণ হয়েছেন৷ পাসের হার ১১ দশমিক ৭৫ শতাংশ৷ বৃহস্পতিবার (২৮ মার্চ) বেলা সাড়ে তিনটার পর অধ্যাপক আব্দুল মতিন ভার্চ্যুয়াল ক্লাসরুমে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল এ ফলাফল প্রকাশ করেন।
শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।