facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ১৪ নভেম্বর বৃহস্পতিবার, ২০২৪

Walton

ঢাবির ভর্তিতে মুক্তিযোদ্ধার নাতি-নাতনি কোটা বাতিল


০৬ নভেম্বর ২০২৪ বুধবার, ১০:০৭  এএম

স্টাফ রিপোর্টার

শেয়ার বিজনেস24.কম


ঢাবির ভর্তিতে মুক্তিযোদ্ধার নাতি-নাতনি কোটা বাতিল

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৪-২৫ সেশনের ভর্তিতে মুক্তিযোদ্ধার নাতি-নাতনি কোটা বাতিলের সুপারিশ করেছে বিশ্ববিদ্যালয়ের কোটা সংযোজন ও সংশোধনের জন্য গঠিত রিভিউ কমিটি। মঙ্গলবার কমিটির প্রথম সভায় এই সুপারিশ বাতিল করার সিদ্ধান্ত হয়।

অনুষ্ঠিত ওই সভায় মুক্তিযোদ্ধার সন্তান কোটায় শুধুমাত্র মুক্তিযোদ্ধার সন্তানদেরই বিবেচনা করার সুপারিশ করা হয়। এই কোটার ক্ষেত্রে মুক্তিযোদ্ধার নাতি বা নাতনি বিবেচনা না করার সুপারিশ করা হয়। এছাড়াও বিগত বছরগুলিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রচলিত রীতি অনুযায়ী যে কোন নির্ধারিত কোটায় আসন পূরণ না হলে মূল মেধা তালিকায় ক্রমানুযায়ী শূণ্য আসন পূরণ করার সুপারিশ করা হয়।

সভায় নেয়া আরেকটি সিদ্ধান্ত হলো, সাধারণ ভর্তি কমিটির ২১ অক্টোবর ২০২৪ তারিখের সভার আলোচ্যসূচী ৫ এর সিদ্ধান্তের আলোকে প্রদত্ত ক্ষমতা অনুযায়ী এই সুপারিশসমূহ ২০২৪-২৫ শিক্ষাবর্ষ হতেই কার্যকর করা এবং তা কার্যকরকল্পে ভর্তি বিজ্ঞপ্তিতে প্রয়োজনীয় সংশোধনী আনয়নের সুপারিশ করা হয়।

এদিকে বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক ভর্তির প্রক্রিয়া শুরু হয়েছে। অনলাইনে আবেদন শুরু হয়েছে সোমবার (৪ নভেম্বর)। এ আবেদন আগামী ২৫ নভেম্বর রাত ১১.৫৯ মিনিট পর্যন্ত চলবে। আবেদন ফি হিসেবে দিতে হবে ১ হাজার ৫০ টাকা। সাধারণ ভর্তি কমিটির সভায় প্রাথমিক সিদ্ধান্ত অনুযায়ী, আগামী বছরের ৪ জানুয়ারি চারুকলা, ২৫ জানুয়ারি কলা, সামাজিক বিজ্ঞান ও আইন, ১ ফেব্রুয়ারি বিজ্ঞান এবং ৮ ফেব্রুয়ারি ব্যবসায় ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: