facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ১২ মার্চ বুধবার, ২০২৫

Walton

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নতুন দায়িত্বে মাহফুজ আলম


২৭ ফেব্রুয়ারি ২০২৫ বৃহস্পতিবার, ১২:১৩  এএম

ডেস্ক রিপোর্ট

শেয়ার বিজনেস24.কম


তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নতুন দায়িত্বে মাহফুজ আলম

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলমকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। আজ (২৬ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে এ ঘোষণা দেওয়া হয়।

গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে হাসিনা সরকারের পতনের পর ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। এরপর ২৮ আগস্ট মাহফুজ আলম প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে দায়িত্ব পান এবং ১০ নভেম্বর উপদেষ্টা হিসেবে শপথ নেন। তবে এতদিন তার জন্য কোনো নির্দিষ্ট মন্ত্রণালয় নির্ধারিত ছিল না।

এদিকে, মন্ত্রণালয়ের আগের দায়িত্বপ্রাপ্ত নাহিদ ইসলাম গতকাল (২৫ ফেব্রুয়ারি) পদত্যাগ করেছেন। জানা গেছে, তিনি নতুন রাজনৈতিক দল গঠনের প্রস্তুতি নিচ্ছেন এবং দলটির নেতৃত্বেও থাকতে পারেন।

আগামী ২৮ ফেব্রুয়ারি রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করবে। যদিও দলটির নাম এখনো ঘোষণা করা হয়নি।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন:

বিশেষ প্রতিবেদন -এর সর্বশেষ