২৫ নভেম্বর ২০১৬ শুক্রবার, ০২:৩৬ পিএম
শেয়ার বিজনেস24.কম
রাজধানীর উত্তরায় তাইওয়ানের এক দম্পতিকে হত্যার চেষ্টা করে ছয় লাখ টাকা লুটের ঘটনায় একজন নারীসহ চারজনকে গ্রেফতার করেছে র্যাব। গ্রেফতারকৃতরা হলেন- লাজু (৩০), সাজু (২৮), হালিমা খাতুন ও ইবায়েদুল্লাহ (২৫)।
র্যাবের মিডিয়া শাখার সহকারী পরিচালক মিজানুর রহমান জানান, গত বছরের ৫ নভেম্বর উত্তরার ১১ নম্বর সেক্টরের এক বাসায় শিং চি ও লি হুয়াকে অচেতন করে ছয় লাখ টাকা লুট হয়। ওই দম্পতি জয়দেবপুরের একটি তৈরি পোশাক কারখানার মালিক। তাদের বাসার গৃহকর্মী হালিমা খাতুন এই লুটের পরিকল্পনা করেন। তিনি খাবারের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে দেন। ওই খাবার খেয়ে দম্পতি অচেতন হয়ে যান।
হালিমার পূর্ব পরিচিত লাজু, সাজু ও ইবায়েদুল্লাহ বাসায় প্রবেশ করে লুট করতে থাকেন। এসময় শিং চি বাধা দিলে তারা তার মাথায় ভারী জিনিস দিয়ে আঘাত করেন।
ঘটনাটি এক বছর ধরে তদন্ত করে গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে টঙ্গীর বোর্ড বাজার এলাকা থেকে হালিমা খাতুনকে গ্রেফতার করা হয়। তার দেয়া তত্ত্বের ভিত্তিতে আশুলিয়া থেকে লাজু, সাজু, ও ইবায়েদুল্লাহকে গ্রেফতার করে র্যাব। তবে লুট করা টাকা এখনো উদ্ধার হয়নি।
শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।