০৬ ফেব্রুয়ারি ২০২৫ বৃহস্পতিবার, ১১:১৯ এএম
ডেস্ক রিপোর্ট
শেয়ার বিজনেস24.কম
![]() |
পুঁজিবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স লিমিটেডকে ১০ লাখ টাকা জরিমানা করেছে ইন্স্যুরেন্স ডেভেলপমেন্ট অ্যান্ড রেগুলেটরি অথরিটি (আইডিআরএ)। কোম্পানিটির ২০২২ সালের বিশেষ নিরীক্ষা প্রতিবেদনে উত্থাপিত নানা অনিয়মের ভিত্তিতে এই শাস্তি দেওয়া হয়েছে।
প্রাথমিকভাবে আইডিআরএ তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্সকে ১৪ লাখ টাকা জরিমানা করেছিল। তবে কোম্পানির আবেদনের পরিপ্রেক্ষিতে পর্যালোচনার মাধ্যমে ৪ লাখ টাকা মওকুফ করা হয়। ফলে কোম্পানিটিকে চূড়ান্তভাবে ১০ লাখ টাকা জরিমানা পরিশোধ করতে হবে।
বিশেষ নিরীক্ষা প্রতিবেদনে তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্সের বিভিন্ন অনিয়ম চিহ্নিত হয়, যা বীমা নিয়ন্ত্রক সংস্থার বিধিবিধানের পরিপন্থী। এসব অনিয়ম সংশোধনে কোম্পানিকে বিভিন্ন পরামর্শ দেওয়া হলেও, যথাযথ ব্যবস্থা না নেওয়ার ফলে আইডিআরএ এই জরিমানার সিদ্ধান্ত নেয়।
তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স ২০০১ সালে প্রতিষ্ঠিত হয়। এটি বেসরকারি খাতের একটি ইসলামী ব্যাংকের প্রতিষ্ঠাতা একদল ব্যবসায়ীর উদ্যোগে ৬ কোটি টাকা মূলধন নিয়ে যাত্রা শুরু করেছিল। বর্তমানে এটি দেশের বিমা খাতে অন্যতম পরিচিত নাম।
আইডিআরএ’র এই শাস্তিমূলক পদক্ষেপ কোম্পানির জন্য একটি সতর্ক সংকেত হিসেবে কাজ করবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এ ধরনের সিদ্ধান্ত ভবিষ্যতে অন্যান্য বিমা কোম্পানিগুলোকেও নিয়ম মেনে চলতে উৎসাহিত করবে।
শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।