facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ১০ জানুয়ারি শুক্রবার, ২০২৫

Walton

তাপস-আতিকসহ ১২ সিটি মেয়রকে অপসারণ


১৯ আগস্ট ২০২৪ সোমবার, ০৪:২৬  পিএম

স্টাফ রিপোর্টার

শেয়ার বিজনেস24.কম


তাপস-আতিকসহ ১২ সিটি মেয়রকে অপসারণ

ঢাকার দুই সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস ও আতিকুল ইসলামসহ দেশের ১২টি সিটি করপোরেশনের মেয়রদের তাদের পদ থেকে অপসারণ করা হয়েছে। সোমবার স্থানীয় সরকার বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

সিটি করপোরেশনগুলো হচ্ছে—ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন, ঢাকা উত্তর সিটি করপোরেশন, চট্টগ্রাম সিটি করপোরেশন, খুলনা সিটি করপোরেশন, রাজশাহী সিটি করপোরেশন, সিলেট সিটি করপোরেশন, বরিশাল সিটি করপোরেশন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন, কুমিল্লা সিটি করপোরেশন, রংপুর সিটি করপোরেশন, গাজীপুর সিটি করপোরেশন ও ময়মনসিংহ সিটি করপোরেশন।

এর আগে ৪৯৫টি উপজেলার উপজেলা পরিষদ চেয়ারম্যানকে অপসরণ করা হয়। উপজেলা পরিষদ চেয়ারম্যানদের স্থলে উপজেলা নির্বাহী কর্মকর্তারা (ইউএনও) দায়িত্ব পালন করবেন। এছাড়া ৫৩টি জেলা পরিষদের চেয়ারম্যানকে অপসারণ করা হয়েছে। তাদের পরিবর্তে দায়িত্ব পালন করবেন জেলা প্রশাসকরা (ডিসি)। ৩২৩টি পৌরসভার মেয়রকে অপসারণ করা হয়।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: