facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ৩১ মার্চ সোমবার, ২০২৫

Walton

তামিম ইকবাল কি আবার ক্রিকেটে ফিরতে পারবেন?


২৭ মার্চ ২০২৫ বৃহস্পতিবার, ০৮:৪৬  পিএম

ডেস্ক রিপোর্ট

শেয়ার বিজনেস24.কম


তামিম ইকবাল কি আবার ক্রিকেটে ফিরতে পারবেন?

বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের অন্যতম সফল ব্যাটসম্যান তামিম ইকবাল হৃদ্‌রোগে আক্রান্ত হওয়ার পর এখন কিছুটা সুস্থ আছেন। গত সোমবার বিকেএসপিতে খেলার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে দ্রুত হাসপাতালে নেওয়া হলে জানা যায়, তিনি হার্ট অ্যাটাকের শিকার হয়েছেন। তবে স্বস্তির খবর হলো, তামিমের শারীরিক অবস্থা এখন স্থিতিশীল

আজ ঢাকার এভারকেয়ার হাসপাতালের হৃদ্‌রোগ বিশেষজ্ঞ আরিফ মাহমুদ জানিয়েছেন, তামিমকে সিসিইউ (ক্রিটিক্যাল কেয়ার ইউনিট) থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। দুই-এক দিন পর্যবেক্ষণের পর তিনি নিজ বাড়িতে ফিরতে পারবেন

তামিমের বর্তমান শারীরিক অবস্থা

চিকিৎসক আরিফ মাহমুদ বলেন,
"তামিম এখন ভালো আছেন। স্বাভাবিকভাবে খাবার খাচ্ছেন, সবার সঙ্গে কথা বলছেন। আজকে সিসিইউ থেকে রুমে চলে যাবেন। এরপর এক বা দুই দিন পর্যবেক্ষণে রাখা হবে, তারপর তিনি বাসায় যেতে পারবেন।"

তবে, প্রশ্ন উঠছে— তামিম ইকবাল আবার মাঠে ফিরতে পারবেন কি না?

ফিরতে পারবেন কি তামিম? চিকিৎসকদের মতামত

এ প্রসঙ্গে মেডিকেল বোর্ডপ্রধান অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদার বলেন,
"ক্রিকেটে তিনি ফিরবেন কি না, সেটা এখনই বলা সম্ভব নয়। এটি নির্ভর করবে তিন থেকে চার মাস পর তাঁর শারীরিক মূল্যায়নের ওপর। আমাদের কার্ডিয়াক টিম ও ফিজিওরা তখন বিস্তারিত পর্যবেক্ষণ করে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে।"

তামিমের লাইফস্টাইলে আসবে পরিবর্তন

হার্ট অ্যাটাকের পর একজন রোগীকে সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হয়, বিশেষত যারা ক্রীড়াবিদ এবং উচ্চ শারীরিক পরিশ্রমের সঙ্গে যুক্ত। অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদার বলেন,
"এমন হার্ট অ্যাটাকের পর রোগীর ভবিষ্যতে একই সমস্যা আবার হওয়ার সম্ভাবনা থাকে। তাই নিয়মিত মেডিকেল চেকআপ, লাইফস্টাইল পরিবর্তন, স্বাস্থ্যকর ডায়েট এবং শৃঙ্খলাবদ্ধ জীবনযাপনের পরামর্শ দেওয়া হয়েছে। তামিমের পরিবার, তাঁর চিকিৎসা টিম এবং তিনি নিজেও আমাদের সঙ্গে কো-অপারেট করবেন বলে আশা করছি।"

মানসিক চাপে আছেন তামিম, সাহায্য নিচ্ছেন মনোবিদের

মাত্র ৩৬ বছর বয়সে হার্ট অ্যাটাক হওয়াটা মানসিকভাবে মেনে নিতে পারছেন না তামিম ইকবাল। অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদার বলেন,
"তামিমের জন্য এটি একটি কঠিন মানসিক ধাক্কা। সে এখনো বিশ্বাস করতে পারছে না যে এমন কিছু ওর সঙ্গে ঘটেছে। তাই তার মানসিক সুস্থতার জন্য একজন বিশেষজ্ঞ কাউন্সেলর নিয়োগ করা হয়েছে। এই কাউন্সেলর তামিমের প্রশ্ন শুনবে, তার দুশ্চিন্তা বুঝবে এবং তাকে ধীরে ধীরে মানিয়ে নিতে সাহায্য করবে।"

বিশ্ব ক্রিকেটে অতীতেও এমন ঘটনা ঘটেছে, যেখানে খেলোয়াড়রা মাঠেই হৃদ্‌রোগে আক্রান্ত হয়েছেন। তবে সঠিক চিকিৎসা ও পুনর্বাসন প্রক্রিয়ার মাধ্যমে অনেকেই আবার খেলায় ফিরেছেন। তামিম ইকবাল কি তাঁদের মধ্যে একজন হতে পারবেন? সেটাই এখন কোটি টাকার প্রশ্ন!

 

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: