facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ০৫ ফেব্রুয়ারি বুধবার, ২০২৫

Walton

তারেক রহমান: "সংস্কারের আলাপ যত দীর্ঘ হবে, দেশ তত সংকটে পড়বে"


০২ ফেব্রুয়ারি ২০২৫ রবিবার, ১০:৫৭  পিএম

ডেস্ক রিপোর্ট

শেয়ার বিজনেস24.কম


তারেক রহমান:

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সম্প্রতি সতর্কবার্তা দিয়েছেন যে, "সংস্কার" আলোচনা যত দীর্ঘায়িত হবে, দেশ তত বেশি সংকটে পড়বে। তিনি জানিয়েছেন, যদি আলোচনা বিলম্বিত হয়, স্বৈরাচারের সুযোগ সৃষ্টি হবে এবং দেশের জনগণের উপর চাপ বাড়বে। শ্যামপুরের কদমতলী শিল্প এলাকায় আয়োজিত ‘৩১ দফা প্রশিক্ষণবিষয়ক কর্মশালায়’ ভার্চুয়ালি যুক্ত হয়ে তারেক রহমান এসব মন্তব্য করেন।

সংস্কার প্রস্তাব বাস্তবায়ন করতে হলে প্রথমেই প্রয়োজন নির্বাচন, এবং জনগণের নির্বাচিত প্রতিনিধিরাই এসব সংস্কারের কাজ শুরু করতে পারবেন, এমনটি জানান তিনি। বিএনপির চেয়ারম্যান আরও বলেন, নির্বাচিত সরকার জনগণের সামনে যে প্রতিজ্ঞা করবে, তাদের সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন করতেই হবে।

তারেক রহমান বলেন, "সংস্কারের আলোচনা যত দীর্ঘ হবে, ষড়যন্ত্রকারীরা তত বেশি সুযোগ পাবে। আমাদের দ্রুত সংস্কার কার্যকর করতে হবে, যাতে দেশের মানুষ দ্রুত বিপদ থেকে রক্ষা পায়।"

বর্তমান বাজার পরিস্থিতি এবং নিত্যপণ্যের উচ্চ মূল্য নিয়েও তারেক রহমান উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণ করতে হবে, কৃষকের সুবিধা নিশ্চিত করতে হবে এবং স্বাস্থ্য ও শিক্ষা ব্যবস্থার উন্নতি করতে হবে।

তিনি আরো বলেন, বিএনপি যে সংস্কারের প্রস্তাব দিয়েছে, তার মধ্যে অনেক গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, যার সাথে কমিশনের প্রস্তাবের মিল রয়েছে।

এছাড়া, তিনি সজাগ করেছেন যে, সরকারের প্রতি জনগণের দায়বদ্ধতা নিশ্চিত করতে হবে, কারণ নির্বাচিত সরকার পরবর্তী পাঁচ বছরে জনগণের কাছে যেতে বাধ্য থাকবে।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: