০৪ জানুয়ারি ২০২৫ শনিবার, ১১:৪৩ এএম
ডেস্ক রিপোর্ট
শেয়ার বিজনেস24.কম
![]() |
জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান খানের বিয়ের খবর নিয়ে সরগরম সামাজিক যোগাযোগমাধ্যম। বলা হচ্ছে, যুক্তরাষ্ট্রপ্রবাসী মেকওভার আর্টিস্ট রোজা আহমেদের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি। তবে তাহসান জানিয়েছেন, বিয়ে এখনো হয়নি।
গতকাল রাতে প্রথম আলো বিনোদনের পক্ষ থেকে তাহসানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেছিলেন, “সকালে এ বিষয়ে বিস্তারিত জানাব।” আজ শনিবার সকালে তিনি স্পষ্ট করেন, “এখনো কোনো আনুষ্ঠানিকতা হয়নি। একটা ঘরোয়া আয়োজন ছিল, যেখানে ছবিগুলো তোলা। সন্ধ্যায় বিস্তারিত জানাব।”
ভাইরাল ছবি ও নেটিজেনদের শুভেচ্ছা
সকালের দিকে সামাজিক যোগাযোগমাধ্যমে তাহসান ও রোজার ঘরোয়া অনুষ্ঠানের ছবি ছড়িয়ে পড়ে। নেটিজেনরা নবদম্পতিকে শুভেচ্ছা জানাতে ভিড় জমায়। কেউ কেউ রোমান্টিক মন্তব্য করে লিখেছেন, “অবশেষে তাহসান চাঁদের আলো খুঁজে পেয়েছেন।”
রোজা আহমেদ: তাহসানের বিশেষ ব্যক্তি?
জানা গেছে, রোজা আহমেদ পেশায় একজন ব্রাইডাল মেকআপ আর্টিস্ট এবং উদ্যোক্তা। নিউইয়র্ক ইউনিভার্সিটি থেকে কসমেটোলজিতে পড়াশোনা শেষে তিনি নিজের প্রতিষ্ঠান ‘রোজাস ব্রাইডাল মেকওভার’ প্রতিষ্ঠা করেন। তাঁর সামাজিক যোগাযোগমাধ্যমে বিপুল অনুসারী রয়েছে।
তাহসানের ব্যক্তিগত জীবন
এর আগে ২০০৬ সালে অভিনেত্রী মিথিলার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তাহসান। তাঁদের সংসারে এক কন্যাসন্তান রয়েছে। তবে ২০১৭ সালে তাঁদের বিবাহবিচ্ছেদ হয়। মিথিলা পরবর্তীতে ভারতীয় নির্মাতা সৃজিত মুখার্জিকে বিয়ে করেন।
তাহসান ও রোজার বিয়ের বিষয়ে চূড়ান্ত তথ্য পেতে সবার চোখ এখন আজকের সন্ধ্যার দিকে।
শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।