facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ০২ জানুয়ারি বৃহস্পতিবার, ২০২৫

Walton

তিন কোম্পানির লভ্যাংশ ঘোষণা সংক্রান্ত খবর


৩০ ডিসেম্বর ২০২৪ সোমবার, ০১:০৯  পিএম

ডেস্ক রিপোর্ট

শেয়ার বিজনেস24.কম


তিন কোম্পানির লভ্যাংশ ঘোষণা সংক্রান্ত খবর

এসকে ট্রিমসের নগদ লভ্যাংশ অনুমোদন

পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানি এসকে ট্রিমস এন্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ১০ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় শেয়ারহোল্ডারদের ভোটের মাধ্যমে ১ দশমিক ৭৫ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদিত হয়।

রোববার (২৯ ডিসেম্বর) সকাল সাড়ে ১১ টায় কোম্পানির ফ্যাক্টরিতে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত ছিলেন কোম্পানির চেয়ারম্যান মো. তোফাজ্জল হোসেন ফরহাদ এবং ব্যবস্থাপনা পরিচালক এম এ কাইয়ুম হাওলাদার। তারা শেয়ারহোল্ডারদের উদ্দেশ্যে বলেন, কোম্পানি একটি দুর্যোগকালীন সময় কাটিয়ে উঠেছে। আগামীতে কোম্পানির সার্বিক অবস্থা ভালো হবে ইনশাল্লাহ। তখন লভ্যাংশের হারও বৃদ্ধি পাবে।

বঙ্গজের লভ্যাংশ বিতরণ

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বঙ্গজ লিমিটেড গত ৩০ জুন, ২০২৪ সমাপ্ত হিসাববছরে জন্য ঘোষিত লভ্যাংশ বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটি সমাপ্ত হিসাববছরের নগদ লভ্যাংশ বিইএফটিএন সিস্টেমসের মাধ্যমে বিনিয়োগকারীদের পাঠিয়েছে।

গত ৩০ জুন, ২০২৪ সমাপ্ত হিসাববছরের জন্য কোম্পানিটি ৪ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিলো।

লভ্যাংশ দেবে না বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি লিমিটেড গত ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ সংক্রান্ত তথ্য জানিয়েছে। কোম্পানিটি আলোচিত বছরের জন্য শেয়ারহোল্ডারদের কোনো লভ্যাংশ দেবে না।

রোববার (২৯ ডিসেম্বর) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ ঘোষণা সংক্রান্ত এ সিদ্ধান্ত নেওয়া হয়। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি ১ টাকা ৬ পয়সা লোকসান হয়েছে। আগের বছর শেয়ার প্রতি ১ টাকা ৬ পয়সা লোকসান হয়েছিল।

আলোচিত বছরে কোম্পানিটির ক্যাশ ফ্লো ছিল ১২ পয়সা, যা গত বছর একই সময়ে মাইনাস ৩ টাকা ৯ পয়সা ছিল।

গত ৩০ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল মাইনাস ১২২ টাকা ০৬ পয়সা।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: