facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ০৪ জানুয়ারি শনিবার, ২০২৫

Walton

তিন কোম্পানির লভ্যাংশ ঘোষণা


৩১ ডিসেম্বর ২০২৪ মঙ্গলবার, ১১:০৫  এএম

ডেস্ক রিপোর্ট

শেয়ার বিজনেস24.কম


তিন কোম্পানির লভ্যাংশ ঘোষণা

লাভেলো

গত ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ১০ শতাংশ নগদ ও ১০ শতাংশ স্টক লভ্যাংশ সহ অন্যান্য এজেন্ডা অনুমোদন করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুষঙ্গিক খাতের কোম্পানি তাওফিকা ফুডস এন্ড লাভেলো আইসক্রিম পিএলসি।

সোমবার (৩০ ডিসেম্বর) কোম্পানির ১৩তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) লভ্যাংশ অনুমোদন করা হয়। সভায় সভাপতিত্ব করেন কোম্পানির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান দাতিন শামীমা নার্গিস হক।

সভায় কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক দাতো’ প্রকৌশলী মো: একরামুল হক সভার কার্য বিবরণী উপস্থাপন করেন এবং কোম্পানির গুরুত্বপূর্ণ বিষয় ও ভবিষৎ পরিকল্পনা সম্পর্কে শেয়ারহোল্ডারদের অবহিত করেন। কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক আগামী দিনগুলোতেও কোম্পানির সাফল্য ও অগ্রগতির ধারা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

শেয়ারহোল্ডাররা ফিজিক্যালি ও ভার্চুয়ালি এই এজিএমে মতামত প্রদান করেন এবং ২০২৩-২০২৪ হিসাব বছরের জন্য সুপারিশকৃত ২০% লভ্যাংশ সহ অন্যান্য এজেন্ডা অনুমোদন করেন। সভায় বিনিয়োগকারীরা গত বছরগুলোর কোম্পানির উল্লেখযোগ্য অগ্রগতির জন্য ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে ধন্যবাদ ও কোম্পানির ব্যবসা পরিচালনা উন্নয়নের জন্য মূল্যবান পরামর্শ দেন।

এজিএমে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পরিচালক মুহসীনিনা তাওফিকা একরাম, পরিচালক মুহসীনিনা সারিকা একরাম, রুহুল আমিন এফ সি এম এ, ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর, ব্যারিস্টার সাজেদ আহমেদ সামি, ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর, কোম্পানি সচিব মো: মহিউদ্দিন সরদার, সিএফও মোশতাক আহমদ, হেড অফ ইন্টার্নাল অডিট এন্ড কমপ্লায়েন্স মোঃ মাহফুজুর রহমান।

এসিআই ফর্মুলেশনস

গত ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ২০% নগদ লভ্যাংশ অনুমোদন করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত এসিআই ফর্মুলেশনস লিমিটেড।

গতকাল রবিবার (২৯ ডিসেম্বর) প্রতিষ্ঠানের ২৮তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) লভ্যাংশ ঘোষণা করা হয়।

এজিএম ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়। কোম্পানির চেয়ারম্যান এম আনিস উদ্ দৌলা সভায় সভাপতিত্ব করেন।

সভায় লভ্যাংশ অনুমোদন ছাড়াও সমাপ্ত অর্থ বছরের জন্য প্রস্তুতকৃত কোম্পানির নিরীক্ষিত আর্থিক বিবরণী সমূহ ও নিরীক্ষা প্রতিবেদনসহ পরিচালকমন্ডলীর প্রতিবেদন অনুমোদিত হয়।

এসিআই ফর্মুলেশনসের ব্যবস্থাপনা পরিচালক সুস্মিতা আনিস ব্যবসার উল্লেখযোগ্য সাফল্য তুলে ধরেন এবং শেয়ারহোল্ডারদের প্রশ্নের উত্তর দেন।

সুস্মিতা আনিস সার্বিক সহযোগিতার জন্য কোম্পানির স্টেকহোল্ডারদের প্রতি কৃতজ্ঞতা জানান ও ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি কোম্পানির কর্মকর্তা-কর্মচারীদের প্রচেষ্টা ও অবদানের জন্য ধন্যবাদ জানান।

বেস্ট হোল্ডিংস

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বেস্ট হোল্ডিংস লিমিটেডের ১৮তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত হিসাব বছরের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন দেওয়া হয়।

সোমবার (৩০ ডিসেম্বর) সকাল ১০ টায় রাজধানীর বারিধারা ডিওএইচএস কনভেনশন সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়।

শেয়ারহোল্ডারদের উপস্থিতিতে এজিএমটি সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান আমিন আহমদ। এসময় তিনি পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়ার প্রথম দিন থেকে শেয়ারহোল্ডারদের অব্যাহত সহযোগিতা রাখার জন্য ধন্যবাদ জানান।

সভায় আরও উপস্থিত ছিলেন বেস্ট হোল্ডিংস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হাসান আহমদ, পরিচালনা পর্ষদের অন্যান্য সদস্যবৃন্দ এবং কোম্পানি সেক্রেটারি জনাব আবুল কালাম আজাদ ও কোম্পানির উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

সভায় সাধারণ শেয়ারহোল্ডারদের (স্পনসর শেয়ারহোল্ডার ব্যতীত) ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত হিসাব বছরের জন্য পরিচালনা পর্ষদের সুপারিশকৃত ১০ শতাংশ নগদ লভ্যাংশ দেয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়াও অন্যান্য এজেন্ডারও অনুমোদন দেওয়া হয়।

কোম্পানি সেক্রেটারি আবুল কালাম আজাদের সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক হাসান আহমদ। এসময় তিনি উপস্থিত বেস্ট হোল্ডিংসের পরিচালনা পর্ষদ এবং সম্মানিত শেয়ারহোল্ডারদের ধন্যবাদ জানান।

তিনি বলেন, বেস্ট হোল্ডিংস লিমিটেড একটি সম্পদ ভিত্তিক প্রতিষ্ঠান। দেশের পুঁজিবাজারে প্রতিষ্ঠানটির তালিকাভূক্ত হওয়াটি শুধুমাত্র কোম্পানিটির জন্যই একটি উল্লেখযোগ্য মাইলফলক ছিল না, আমাদের সম্মানিত শেয়ারহোল্ডারদের জন্যও এটি একটি উল্লেখযোগ্য অর্জণ।

এসময় তিনি আরও বলেন, আমি আত্মবিশ্বাসী যে, আমাদের সেরা সময়টি অপেক্ষা করছে। আপনারা নিজ নিজ অবস্থান থেকে সহযোগিতা অব্যাহত রাখবেন।

সভার শেষ পর্যায়ে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান আমিন আহমদ তাঁর দিক-নির্দেশনামূলক সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন:

শেয়ারবাজার -এর সর্বশেষ