facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ০৪ জানুয়ারি শনিবার, ২০২৫

Walton

তিন কোম্পানির লভ্যাংশ ঘোষণাসহ পুঁজিবাজারের জরুরি ১৩ খবর


০১ জানুয়ারি ২০২৫ বুধবার, ০৭:৫৮  পিএম

ডেস্ক রিপোর্ট

শেয়ার বিজনেস24.কম


তিন কোম্পানির লভ্যাংশ ঘোষণাসহ পুঁজিবাজারের জরুরি ১৩ খবর

তালিকাভুক্ত কোম্পানির তথ্যপ্রাপ্তি নিশ্চিত করতে যুগান্তকারী উদ্যোগ: বিএসইসি চেয়ারম্যান

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ বলেছেন, তথ্যের অবাধ প্রবাহ বৃদ্ধি করে পুঁজিবাজারের বিনিয়োগকারীসহ সংশ্লিষ্ট সকলের জন্য তথ্যপ্রাপ্তি নিশ্চিত করতে কাজ করা হচ্ছে।

বুধবার (১ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে বিএসইসি ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসি এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ পিএলসির ওয়েবসাইটে তালিকাভুক্ত কোম্পানির আর্থিক বিবরণীর সাবমিশন স্ট্যাটাস সম্পর্কিত তথ্য প্রকাশের কার্যক্রম উদ্বোধন করে তিনি এই উদ্যোগকে যুগান্তকারী বলে অভিহিত করেন।

বিএসইসি চেয়ারম্যান বলেন, "চতুর্থ শিল্পবিপ্লবের এই যুগে তথ্য একটি প্রধান চালিকা শক্তি। এই কার্যক্রম বিনিয়োগকারীদের আরও সুসংগঠিত বিনিয়োগ পরিকল্পনায় সহায়তা করবে। ভবিষ্যতে এধরনের উদ্যোগ আরও সম্প্রসারিত হবে।"

ডিএসই ও সিএসই ওয়েবসাইটে তালিকাভুক্ত কোম্পানির লক্ষাধিক নতুন তথ্য যুক্ত করা হয়েছে। এই তথ্য বিনিয়োগকারী, গবেষক ও বাজার নিয়ন্ত্রণকারীদের জন্য কার্যকরী ভূমিকা পালন করবে।

অনুষ্ঠানে পুঁজিবাজার সংশ্লিষ্টরা বিএসইসির এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতে এমন উদ্যোগ আরও গতি আনবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

ব্লকে ১৩ কোটি টাকার লেনদেন

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লকে মোট ৩৫টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ৫৬ লাখ ৩৩ হাজার ৪০৩টি শেয়ার ৩৬ বারে লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ১৩ কোটি ১৭ লাখ ৬৪ হাজার টাকা।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বৃহস্পতিবার (০১ জানুয়ারি) ব্লকে সবচেয়ে বেশি আলিফ ইন্ডাস্ট্রিজের ২ কোটি ৫৫ লাখ ৬৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

তালিকার দ্বিতীয় স্থানে থাকা আইসিবি এএমসিএল সোনালী ব্যাংক লিমিটেড ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ২ কোটি ৩৭ লাখ ৮৫ হাজার ও তৃতীয় স্থানে থাকা লাভেলোর ১ কোটি ৫৩ লাখ ৩৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

পেপার প্রসেসিংয়ের দুই উদ্যোক্তা পরিচালকের শেয়ার স্থানান্তর

পুঁজিবাজারে তালিকাভুক্ত কাগজ ও মুদ্রণ খাতের কোম্পানি পেপার প্রসেসিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেডের দুই উদ্যোক্তা পরিচালক শেয়ার স্থানান্তর সম্পন্ন করেছেন।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

পেপার প্রসেসিংয়ের দুই উদ্যোক্তা পরিচালকের মধ্যে একজন মোস্তফা কামাল মহিউদ্দিন। তিনি ১৫ ডিসেম্বর ডিএসইতে প্রচারিত ঘোষণা অনুযায়ী, তার স্ত্রী দিলারা মোস্তফার কাছে ১৩ লাখ এবং ছেলে মোস্তফা আজাদ মহিউদ্দিনের কাছে ৬ লাখ ৫০ হাজার শেয়ার হস্তান্তর সম্পন্ন করেছেন।

এছাড়া, আরেকজন উদ্যোক্তা পরিচালক মোস্তফা জামাল মহিউদ্দিন ১৫ ডিসেম্বর ডিএসইতে প্রচারিত ঘোষণা অনুযায়ী শেয়ার হস্তান্তর সম্পন্ন করেছেন।

মোস্তফা জামাল মহিউদ্দিন তার স্ত্রী আফরোজা বেগমের কাছে কোম্পানির ২ লাখ ৯৫ হাজার শেয়ার হস্তান্তর সম্পন্ন করেছেন।

আমরা টেকনোলজিসের ক্যাটাগরি অবনতি

পুঁজিবাজারে তালিকাভুক্ত আমরা টেকনোলজিস লিমিটেডের ক্যাটাগরির অবনতি হয়েছে। গত ৩০ জুন,২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ঘোষিত লভ্যাংশের উপর ভিত্তি করে কোম্পানিটির শেয়ারের ক্যাটাগরিতে এই পরিবর্তন আনা হয়।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

গত ৩০ জুন,২০২৪ তারিখে সমাপ্ত অর্থবছরে কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য ০১ শতাংশ হারে নগদ লভ্যাংশ দিয়েছে। ফলে কোম্পানিটিকে ‘এ’ ক্যাটাগরি থেকে ‘বি’ ক্যাটাগরিতে স্থানান্তর করা হয়েছে।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) থেকে কোম্পানিটি ‘বি’ ক্যাটাগরিতে লেনদেন করবে।

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের নতুন চেয়ারম্যান সৈয়দ মঞ্জুর এলাহী

পুঁজিবাজারে তালিকাভুক্ত মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসিতে (এমটিবি) নতুন চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে। ঢাকা স্টক একচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটির চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন সৈয়দ মঞ্জুর এলাহী। কোম্পানিটির পরিচালনা পর্ষদের ৩১৪তম সভায় ব্যাংকের চেয়ারম্যান হিসেবে তিনি নির্বাচিত হয়েছেন।

সৈয়দ মঞ্জুর এলাহী এমটিবি ও পাইওনিয়ার ইন্স্যুরেন্স কোম্পানির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। তিনি ব্যবসায় ও শিল্প খাতে অসামান্য অবদানের জন্য বিভিন্ন পুরস্কারে ভূষিত হয়েছেন। এর মধ্যে উল্লেখযোগ্য হলো আমেরিকান চেম্বার অব কমার্সের বিজনেস এক্সিকিউটিভ অব দ্য ইয়ার ২০০০ এবং ডেইলি স্টার ও ডিএইচএল ওয়ার্ল্ডওয়াইড এক্সপ্রেসের বিজনেস পারসন অব দ্য ইয়ার ২০০২।

একদিনে ওরিয়ন ইনফিউশনের দর কমলো ৩৭ টাকা

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৬টি কোম্পানির মধ্যে ১৮৫টি কোম্পানির শেয়ারদর কমেছে। এদিন দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

বুধবার (০১ জানুয়ারি) কোম্পানিটির শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় কমেছে ৩৭ টাকা ৩০ পয়সা বা ৮ দশমিক ৭৮ শতাংশ। তাতে দরপতনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।

দর পতনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ইউনিট দর কমেছে আগের দিনের তুলনায় ১ টাকা ৫০ পয়সা বা ৪ দশমিক ৮৭ শতাংশ। আর ৬ টাকা ৫০ পয়সা বা ৪ দশমিক ৬০ শতাংশ দর কমে যাওয়ায় পতনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা নিয়েছে খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

এছাড়া, আজ ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- রূপালী লাইফ ইন্স্যুরেন্সের ৪ দশমিক ০৩ শতাংশ, কেয়া কসমেটিকসের ৩ দশমিক ৬৩ শতাংশ, গ্রামীণ ওয়ান : স্কিম টু’র ৩ দশমিক ৪৭ শতাংশ, বিডি থাই এ্যালুমিনিয়ামের ৩ দশমিক ২৫ শতাংশ, ম্যাকসন্স স্পিনিংয়ের ৩ দশমিক ২২ শতাংশ, সূহৃদ ইন্ডাস্ট্রিজের ৩ দশমিক ০৭ শতাংশ এবং সানলাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের শেয়ার দর ৩ দশমিক ০০ শতাংশ কমেছে।

দরবৃদ্ধির শীর্ষে জাহিন স্পিনিং

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৬ কোম্পানির মধ্যে ১৩১টির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে। এদিন দরবৃদ্ধির তালিকায় শীর্ষে উঠে এসেছে জাহিন স্পিনিং পিএলসি।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

বুধবার (০১ জানুয়ারি) জাহিন স্পিনিংয়ের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় বেড়েছে ৩০ পয়সা বা ৫ দশমিক ৫৫ শতাংশ। তাতে দরবৃদ্ধির শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।

দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ইনট্রাকো রিফুয়েলিংয়ের শেয়ার দর বেড়েছে আগের দিনের তুলনায় ১ টাকা ১০ পয়সা বা ৫ দশমিক ৪৪ শতাংশ। আর ২ টাকা ৩০ পয়সা বা ৪ দশমিক ৭৫ শতাংশ দর বৃদ্ধি হওয়ায় শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা নিয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি।

এছাড়া, আজ ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- ডরিন পাওয়ারের ৪ দশমিক ৬০ শতাংশ, জেমিনি সী ফুডের ৪ দশমিক ৪৪ শতাংশ, এসকে ট্রিমসের ৩ দশমিক ৯২ শতাংশ, রবি আজিয়াটার ৩ দশমিক ৮৮ শতাংশ, ইসলামী ফাইন্যান্সের ৩ দশমিক ৬৬ শতাংশ, সাউথইস্ট ব্যাংকের ৩ দশমিক ৩৩ শতাংশ এবং আমান ফিড লিমিটেডের ৩ দশমিক ১৬ শতাংশ শেয়ার দর বেড়েছে।

লেনদেনের শীর্ষে ওরিয়ন ইনফিউশন

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৩৯৬টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। এদিন লেনদেনের শীর্ষে উঠে এসেছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

বুধবার (০১ জানুয়ারি) কোম্পানিটির ২৭ কোটি ১১ লাখ ৯৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। তাতে লেনদেনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।

লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে রবি আজিয়াটা পিএলসি। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১৮ কোটি ৪১ লাখ ৬৯ হাজার টাকার। ১২ কোটি ৮১ লাখ ১৬ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে পূবালী ব্যাংক পিএলসি।

লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- ইসলামী ব্যাংক, সিটি ব্যাংক, বাংলাদেশ শিপিং করপোরেশন, লাভেলো আইসক্রিম, ইনট্রাকো রিফুয়েলিং, যমুনা ব্যাংক এবং ওয়াইম্যাক্স ইলেকট্রোড লিমিটেড।

বছরের প্রথম কার্যদিবসে নিম্নমুখী পুঁজিবাজার

নতুন বছরের প্রথম ও সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসইতে গত কার্যদিবসের চেয়ে কমেছে লেনদেনের পরিমাণ। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

বুধবার (০১ জানুয়ারি) ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ১ দশমিক ৭১ পয়েন্ট বেড়েছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ২১৮ পয়েন্টে।

এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ৩ দশমিক ৮২ পয়েন্ট কমে ১১৬৫ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ২ দশমিক ২০ পয়েন্ট বেড়ে ১৯৪১ পয়েন্টে অবস্থান করছে।

আজ ডিএসইতে ৩৩০ কোটি ৫৯ লাখ ৭৩ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছে ৩৭৩ কোটি ৮৬ লাখ ৪৭ হাজার টাকা।

বুধবার ডিএসইতে মোট ৩৯৬টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১৩১টি কোম্পানির, বিপরীতে ১৮৫ কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৮০টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর ছিলো অপরিবর্তিত।

বেক্সিমকোর তিন কোম্পানিতে বিএসইসির স্বতন্ত্র পরিচালক নিয়োগ

পুঁজিবাজারে তালিকাভুক্ত বেক্সিমকো গ্রুপের আওতাধীন তিন কোম্পানিতে স্বতন্ত্র পরিচালক নিয়োগ প্রদান করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। সদ্য নিয়োগ প্রাপ্ত এসব স্বতন্ত্র পরিচালকরা কোম্পানিসমূহের আসন্ন পর্ষদ সভায় যোগদানের তারিখ হতে পরবর্তী ৩ বছরের জন্য কার্যকর থাকবেন।

কোম্পানিগুলো হলো- বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি লিমিটেড, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড ও শাইনপুকুর সিরামিকস লিমিটেড।

বুধবার (০১ জানুয়ারি) বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।


বিজ্ঞপ্তিতে বলা হয়, বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শিল্প প্রতিষ্ঠানসমূহের শ্রম ও ব্যবসায় পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত উপদেষ্টা পরিষন কমিটির ১১ ডিসেম্বর তারিখের সভায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় বেক্সিমকো গ্রুপের পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিসমূহে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) স্বতন্ত্র পরিচালক নিয়োগ প্রদান করবে মর্মে সিদ্ধান্ত গৃহীত হয়। উক্ত সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আইন, ১৯৯৩ এর ধারা ১৬ অনুযায়ী অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের ২৯ ডিসেম্বর তারিখে পত্রের মাধ্যমে উক্ত বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা প্রদান করেন।

বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষার্থে এবং উদ্ধৃত সার্বিক পরিস্থিতি বিবেচনায় বেক্সিমকো গ্রুপের পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিসমূহে স্বতন্ত্র পরিচালক নিয়োগ করা প্রয়োজন বলে কমিশন মনে করে।

উপদেষ্টা পরিষদ কমিটির সিদ্ধান্ত ও অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের নির্দেশনা মোতাবেক সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অর্ডিন্যান্স, ১৯৬৯ এর ২০A ধারায় প্রদত্ত ক্ষমতাবলে কমিশন ৩১ ডিসেম্বর তারিখে জারিকৃত আদেশ (সূত্র না: সিএসইসি/আইসিএ/সিজি/২০২৩/৬৯/পার্ট-১/৪৯৬) দ্বারা নিম্নবর্ণিত ব্যক্তিদের বেক্সিমকো গ্রুপের আওতাধীন পুঁজিবাজারে তালিকাভুক্ত বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি লিমিটেড, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড ও শাইনপুকুর সিরামিকস লিমিটেডে স্বতন্ত্র পরিচালক নিয়োগ প্রদান করলো, যা উক্ত কোম্পানিসমূহের আসন্ন পর্ষদ সভায় যোগদানের তারিখ হতে পরবর্তী ৩ বছরের জন্য কার্যকর থাকবে।

বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি লিমিটেডে নিয়োগ প্রাপ্ত স্বতন্ত্র পরিচালকরা হলেন- (১) বুয়েটের ডিপার্টমেন্ট অব কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের প্রফেসর ড. মো. শাহিনুর ইসলাম, (২) বেঙ্গল ওভারসীজ লিমিটেডের চেয়ারম্যান সৈয়দ রেজাউল করিম, (৩) লেখক ও সাংবাদিক সুলতান মাহমুদ বিন জুলফিকার ,(৪ ) এম এম রহমান অ্যান্ড কোংয়ের ব্যবস্থাপনা পরিচালক ও দি ইনস্টিটিউট অব চাটার্ড একাউন্ট্যান্টস অব বাংলাদেশ প্রেসিডেন্ট মোহাম্মদ ফোরকান উদ্দিন,(৫) ফ্রিল্যান্স কনসালটেশ্য মির্জা আমিনুর রহমান, (৬) এমএনএ এসোসিয়েটের সিইও এম নুরুল আলম, (৭) ইনফাইনাইজেন্ট কনসালটিং লিমিটেডের চিফ কনসালটেন্ট শেখ নাহার মাহমুন, (৮) সদর দপ্তর ৭১ মেকানাইজড ব্রিগেড সাভারের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ শাফকাত-উল ইসলাম, (৯) এক্সপোর্ট প্রমোশন বুরোর ভাইস চেয়ারম্যান ও বিজিএমইএ প্রশাসক আনোয়ার হোসেন।

রিউম বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডে নিয়োগ প্রাপ্ত স্বতন্ত্র পরিচালকরা হলেন- (১) বুয়েটের ডিপার্টমেন্ট অব কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের প্রফেসর ড. মো. শাহিনুর ইসলাম, (২) বেঙ্গল ওভারসীজ লিমিটেডের চেয়ারম্যান সৈয়দ রেজাউল করিম, (৩) লেখক ও সাংবাদিক সুলতান মাহমুদ বিন জুলফিকার ,(৪ ) এম এম রহমান অ্যান্ড কোংয়ের ব্যবস্থাপনা পরিচালক ও দি ইনস্টিটিউট অব চাটার্ড একাউন্ট্যান্টস অব বাংলাদেশ প্রেসিডেন্ট মোহাম্মদ ফোরকান উদ্দিন,(৫) ফ্রিল্যান্স কনসালটেশ্য মির্জা আমিনুর রহমান, (৬) এমএনএ এসোসিয়েটের সিইও এম নুরুল আলম, (৭) ইনফাইনাইজেন্ট কনসালটিং লিমিটেডের চিফ কনসালটেন্ট শেখ নাহার মাহমুন, (৮) সদর দপ্তর ৭১ মেকানাইজড ব্রিগেড সাভারের , এসপিপি, এএফডব্লিউসি, পিএসসি কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ শাফকাত-উল ইসলাম, (৯) এক্সপোর্ট প্রমোশন বুরোর ভাইস চেয়ারম্যান ও বিজিএমইএ প্রশাসক আনোয়ার হোসেন।

শাইনপুকুর সিরামিকস লিমিটেডে নিয়োগ প্রাপ্ত স্বতন্ত্র পরিচালকরা হলেন- (১) বুয়েটের ডিপার্টমেন্ট অব কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের প্রফেসর ড. মোঃ শাহিনুর ইসলাম, (২) লেখক ও সাংবাদিক সুলতান মাহমুদ বিন জুলফিকার ,(৩ ) এম এম রহমান অ্যান্ড কোংয়ের ব্যবস্থাপনা পরিচালক ও দি ইনস্টিটিউট অব চাটার্ড একাউন্ট্যান্টস অব বাংলাদেশ প্রেসিডেন্ট মোহাম্মদ ফোরকান উদ্দিন,(৪) ফ্রিল্যান্স কনসালটেশ্য মির্জা আমিনুর রহমান, (৫) এমএনএ এসোসিয়েটের সিইও এম নুরুল আলম এমএনএ এসোসিয়েটের সিইও এম নুরুল আলম, (৬) সদর দপ্তর ৭১ মেকানাইজড ব্রিগেড সাভারের , এসপিপি, এএফডব্লিউসি, পিএসসি কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ শাফকাত-উল ইসলাম, (৭) এক্সপোর্ট প্রমোশন বুরোর ভাইস চেয়ারম্যান ও বিজিএমইএ প্রশাসক আনোয়ার হোসেন।

উক্ত স্বতন্ত্র পরিচালক নিয়োগের ফলে শেয়ারহোল্ডার, বিনিয়োগকারীদের স্বার্থ অনেক বেশি সুরক্ষিত হবে যা পুজিবাজারের উন্নয়নে সহায়ক হবে বলে আশা করছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

ছয় কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন

পুঁজিবাজারে তালিকাভুক্ত ছয় কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন করা হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে। কোম্পানিগুলো হলো- এনভয় টেক্সটাইল লিমিটেড, ইনডেক্স এগ্রো, ফার্মা এইডস, শাইনপুকুর সিরামিক, ইন্দো-বাংলা ফার্মা এবং জেএমআই সিরিঞ্জ অ্যান্ড মেডিকেল ডিভাইস লিমিটেড।

সূত্র মতে, এনভয় টেক্সটাইলের ক্রেডিট রেটিং নির্ণয় করেছে ক্রেডিট রেটিং এজন্সি অফ বাংলাদেশ লিমিটেড। কোম্পানিটির দীর্ঘমেয়াদী ‘এএ১’ এবং স্বল্প মেয়াদে ‘এসটি-১ রেটিং হয়েছে। কোম্পানিটির ৩০ জুন , ২০২৪ তারিখ পর্যন্ত নিরীক্ষিত ও ৩০ সেপ্টেম্বর, ২০২৪ তারিখ পর্যন্ত অনিরীক্ষিত আনুষাঙ্গিক তথ্যের ভিত্তিতে এ রেটিং নির্ণয় করা হয়েছে।

ইনডেক্স এগ্রোর ক্রেডিট রেটিং নির্ণয় করেছে ক্রেডিট রেটিং এজন্সি অফ বাংলাদেশ লিমিটেড। কোম্পানিটির দীর্ঘমেয়াদী ‘এ২’ এবং স্বল্প মেয়াদে ‘এসটি-৩’ রেটিং হয়েছে। কোম্পানিটির ৩০ জুন, ২০২৪ তারিখ পর্যন্ত নিরীক্ষিত ও ৩০ নভেম্বর, ২০২৪ তারিখ পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং অন্যান্য প্রাসঙ্গিক পরিমাণগত ও গুণগত তথ্য অনুযায়ী এ রেটিং নির্ণয় করা হয়েছে।

ফার্মা এইডসের ক্রেডিট রেটিং নির্ণয় করেছে ন্যাশনাল ক্রেডিট রেটিং লিমিটেড। কোম্পানিটির দীর্ঘমেয়াদী ‘এ’ এবং স্বল্প মেয়াদে ‘এসটি-২’ রেটিং হয়েছে। কোম্পানিটির ৩০ জুন, ২০২৪ তারিখ পর্যন্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং অন্যান্য প্রাসঙ্গিক পরিমাণগত ও গুণগত তথ্য অনুযায়ী এ রেটিং নির্ণয় করা হয়েছে।

ইন্দো-বাংলা ফার্মার ক্রেডিট রেটিং নির্ণয় করেছে ইমার্জিং ক্রেডিট রেটিং লিমিটেড। কোম্পানিটির দীর্ঘমেয়াদী ‘বিবিবি’ এবং স্বল্প মেয়াদে ‘এসটি-৩’ রেটিং হয়েছে। কোম্পানিটির ৩০ জুন, ২০২৪ তারিখ পর্যন্ত নিরীক্ষিত ও চলতি বছরের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন এবং অন্যান্য প্রাসঙ্গিক পরিমাণগত ও গুণগত তথ্য অনুযায়ী এ রেটিং নির্ণয় করা হয়েছে।

শাইনপুকুর সিরামিকের ক্রেডিট রেটিং নির্ণয় করেছে ইমার্জিং ক্রেডিট রেটিং লিমিটেড। কোম্পানিটির দীর্ঘমেয়াদী ‘এ+’ এবং স্বল্প মেয়াদে ‘এসটি-২’ রেটিং হয়েছে। কোম্পানিটির ৩০ জুন, ২০২৪ তারিখ পর্যন্ত নিরীক্ষিত ও চলতি বছরের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন এবং অন্যান্য প্রাসঙ্গিক পরিমাণগত ও গুণগত তথ্য অনুযায়ী এ রেটিং নির্ণয় করা হয়েছে।

জেএমআই সিরিঞ্জের ক্রেডিট রেটিং নির্ণয় করেছে আলফা ক্রেডিট রেটিং লিমিটেড। কোম্পানিটির দীর্ঘমেয়াদী ‘এএ-’ এবং স্বল্প মেয়াদে ‘এসটি-১’ রেটিং হয়েছে। কোম্পানিটির ৩০ জুন, ২০২৪ তারিখ থেকে ৩০ ডিসেম্বর, ২০২৪ তারিখ পর্যন্ত সময়ের আর্থিক প্রতিবেদন এবং অন্যান্য প্রাসঙ্গিক পরিমাণগত ও গুণগত তথ্য অনুযায়ী এ রেটিং নির্ণয় করা হয়েছে।

জেমিনি সি ফুডের বোনাস লভ্যাংশ প্রদানে বিএসইসির সম্মতি

পুঁজিবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুষাঙ্গিক খাতের কোম্পানি জেমিনি সি ফুড লিমিটেডের ঘোষিত বোনাস লভ্যাংশে সম্মতি দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

কোম্পানিটি ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ৭ দশমিক ৫০ শতাংশ নগদ ও ৭ দশমিক ৫০ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছিল। গত বছরের ১৩ নভেম্বর অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়।

বিধি অনুসারে, বার্ষিক সাধারণ সভায় শেয়ারহোল্ডাররা ঘোষিত লভ্যাংশ অনুমোদন করার পর এ বিষয়ে সম্মতি চেয়ে বিএসইসির কাছে আবেদন করা হয়। বিএসইসি সম্প্রতি কোম্পানিটিকে আলোচিত বোনাস শেয়ার ইস্যুর অনুমোদন দিয়েছে।

বোনাস শেয়ার পাওয়ার যোগ্যতা নির্ধারণে আগামী ৭ জানুয়ারি রেকর্ড ডেট নির্ধারণ করেছে কোম্পানিটি। ওই তারিখে যাদের কাছে কোম্পানিটির শেয়ার থাকবে তারাই কেবল ঘোষিত বোনাস শেয়ার পাওয়ার জন্য যোগ্য বিবেচিত হবেন।

ফু-ওয়াং সিরামিকের লভ্যাংশ অনুমোদন

ফু-ওয়াং সিরামিক ইন্ডাষ্ট্রি লিমিটেডের ২৯তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শেয়ারহোল্ডারগণ ৩০ জুন, ২০২৪ সমাপ্ত অর্থবছরে ২ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করেছে।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) হাইব্রিড সিষ্টেমে অনুষ্ঠিত এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন ফু -ওয়াং সিরামিকের স্বতন্ত্র পরিচালক নারায়ন রায়। এসময়, কোম্পনিটির ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) সৈয়দ রেজারাজ আহমেদ, স্বতন্ত্র পরিচালক মোহাম্মদ হামিদুর রশিদ, প্রধান নির্বাহী কর্মকর্তা রফিকুজ্জামান ভূঞা, প্রধান আর্থিক কর্মকর্তা আহমেদ মোনাব্বী এবং কোম্পানী সচিব মোহাম্মদ আব্দুল হালিম ঠাকুরসহ বিপুল সংখ্যক শেয়ারহোল্ডার উপস্থিত ছিলেন।

সভায় উপস্থিত শেয়ারহোল্ডারগণ ৩০ জুন, ২০২৪ সমাপ্ত অর্থ বছরে উদ্যোক্তা এবং পরিচালক ব্যতীত সকল শেয়ারহোল্ডারদের জন্য ২% নগদ লভ্যাংশ এবং অন্যান্য এজেন্ডাগুলো সর্বসম্মতিক্রমে অনুমোদন করেন।

সভার কার্যক্রম পরিচালনা করেন কোম্পানি সচিব মোহাম্মদ আব্দুল হালিম ঠাকুর।

এসকে ট্রিমসের লোকসান বেড়েছে

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এসকে ট্রিমস লিমিটেড গত ৩০ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের (জুলাই’২৪-সেপ্টেম্বর’২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

সোমবার (৩০ ডিসেম্বর) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৫৩ পয়সা। গত বছর একই সময়ে কোম্পানিটি শেয়ার প্রতি ৫১ পয়সা আয় হয়েছিল।

চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশফ্লো ছিল মাইনাস ০২ পয়সা, যা গত বছরের একই সময়ে ৫৫ পয়সা ছিল।

গত ৩০ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৪ টাকা ৯৬ পয়সা।

নাভানা ফার্মার লভ্যাংশ অনুমোদন

পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানি নাভানা ফার্মাসিউটিক্যালস পিএলসির ৩৮তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় শেয়ারহোল্ডারগন ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ১৪ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করেছে।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) হাইব্রিড পদ্ধতিতে অনুষ্ঠিত এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান প্রফেসর ডা. সরদার এ নাইম। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কোম্পনির ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক ড. সাইদ আহমেদ ও অন্যান্য সম্মানিত পরিচালকবৃন্দ, কোম্পানির অডিটর ও ব্যবস্থাপনা কর্মকর্তাবৃন্দ।

শেয়ারহোল্ডারগন ২০২৩-২০২৪ সমাপ্ত বছরে ১৪ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা শুধুমাত্র সাধারণ শেয়ারহোল্ডারগণের জন্য এবং ধারাবাহিকভাবে ভাল লভ্যাংশ প্রদানের জন্য কোম্পানীর প্রশংসা করেন।

এসময় শেয়ারহোল্ডাররা বিক্রয় রাজস্ব, নিট মুনাফা এবং ইপিএসের টেকসই বৃদ্ধি বজায় রাখার জন্য ব্যবস্থাপনার প্রশংসা করেন।

 

 

 

 

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন:

শেয়ারবাজার -এর সর্বশেষ