facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ০৮ জানুয়ারি বুধবার, ২০২৫

Walton

তিন কোম্পানির লভ্যাংশ সংক্রান্তসহ ৯ খবর জানুন এখনি


০৬ জানুয়ারি ২০২৫ সোমবার, ১০:৪৪  এএম

ডেস্ক রিপোর্ট

শেয়ার বিজনেস24.কম


তিন কোম্পানির লভ্যাংশ সংক্রান্তসহ ৯ খবর জানুন এখনি

বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের লভ্যাংশ বিতরণ

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি গত ৩০ জুন, ২০২৪ সমাপ্ত হিসাববছরে জন্য ঘোষিত লভ্যাংশ বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটি সমাপ্ত হিসাববছরের নগদ লভ্যাংশ বিইএফটিএন সিস্টেমসের মাধ্যমে বিনিয়োগকারীদের পাঠিয়েছে।

গত ৩০ জুন, ২০২৪ সমাপ্ত হিসাববছরের জন্য কোম্পানিটি ৪০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিলো।

এপেক্স ফুটওয়্যারের লভ্যাংশ বিতরণ

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এপেক্স ফুটওয়্যার লিমিটেড গত ৩০ জুন, ২০২৪ সমাপ্ত হিসাববছরে জন্য ঘোষিত লভ্যাংশ বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটি সমাপ্ত হিসাববছরের নগদ লভ্যাংশ বিইএফটিএন সিস্টেমস এবং বোনাস লভ্যাংশ বিও হিসাবের মাধ্যমে বিনিয়োগকারীদের পাঠিয়েছে।

গত ৩০ জুন, ২০২৪ সমাপ্ত হিসাববছরের জন্য কোম্পানিটি ৪৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছিলো। এর মধ্যে নগদ ৩৫ শতাংশ এবং ১০ শতাংশ বোনাস লভ্যাংশ রয়েছে।

নগদ লভ্যাংশ পাঠিয়েছে ইবনে সিনা ফার্মা

পুঁজিবাজারের তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি পিএলসি গত ৩০ জুন,২০২৪ তারিখে সমাপ্ত হিসাব বছরের জন্য ঘোষিত নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের কাছে প্রেরণ করেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটি সমাপ্ত হিসাববছরের নগদ লভ্যাংশ বিইএফটিএন সিস্টেমসের মাধ্যমে বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে।

আলোচ্য বছরে কোম্পানিটি ৬৩ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা দিয়েছিলো।

শেয়ারবাজারে তালিকাভুক্ত ৬ ব্যাংকের এমডি বাধ্যতামূলক ছুটিতে

আলোচিত শিল্প গ্রুপ এস আলমের নিয়ন্ত্রণে থাকা ৪ ব্যাংকসহ ৬ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের (এমডি) বাধ্যতামূলক ছুটিতে পাঠাতে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

রোববার (৫ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে এমন তথ্য জানানো হয়েছে।

ব্যাংকগুলো হলো- ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোস্যাল ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, এক্সিম ব্যাংক, আইসিবি ইসলামী ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা গণমাধ্যমকে জানান, আন্তর্জাতিক নিরীক্ষার সুবিধার্থে আরও পাঁচ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালককে (এমডি) ছুটিতে পাঠানো হয়েছে।

রোববার কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুরের সঙ্গে ৫ ব্যাংকের চেয়ারম্যানদের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে এ ব্যাংকগুলোর এমডিদের সরানোর নির্দেশ দেওয়া হয়েছে।

প্রথমে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মো. আলীকে বাধ্যতামূলক ছুটিতে পাঠায় পরিচালনা পর্ষদ। শনিবার (৪ জানুয়ারি) অনুষ্ঠিত পর্ষদের এক জরুরি সভায় তাকে তিন মাসের জন্য ছুটিতে পাঠানোর সিদ্ধান্ত নেয়া হয়। এ সময়ে ভারপ্রাপ্ত এমডির দায়িত্ব পালন করবেন ব্যাংকটির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আবু রেজা মো. ইয়াহিয়া।

এর আগে গত বৃহস্পতিবার ছয়টি ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্যদের নিয়ে জরুরি বৈঠক করে বাংলাদেশ ব্যাংক। বৈঠকে এসব ব্যাংকে অধিকতর তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেয়ার লক্ষ্যে এস আলম–ঘনিষ্ঠ ব্যবস্থাপনা পরিচালকসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সরিয়ে দেয়ার নির্দেশ দেয়া হয়।

শমরিতা হসপিটালের পরিচালকের শেয়ার বিক্রয়

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি শমরিতা হসপিটাল লিমেটডের এক পরিচালক শেয়ার বিক্রয় সম্পন্ন করেছেন। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটির পরিচালক শামসা চৌধুরী ১ লাখ ২৫ হাজার শেয়ার বিক্রয় করেছেন। বর্তমান বাজার দরে ডিএসইর পাবলিক মার্কেটে শেয়ার বিক্রয় করেছেন তিনি।

এর আগে গত ২২ ডিসেম্বর তিনি শেয়ারগুলো বিক্রয়ের ঘোষণা দিয়েছিলেন।

পেনিনসুলা চিটাগংয়ে নতুন চেয়ারম্যান ও এমডি নিয়োগ

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি দি পেনিনসুলা চিটাগং পিএলসিতে নতুন চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগ দেওয়া হয়েছে।

রোববার (০৫ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন মোস্তফা তাহির আরশাদ। এছাড়া ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন মাহবুব উর রহমান।

তারা গত ৩০ ডিসেম্বর কোম্পানিটির চেয়ারম্যার ও এমডি পদে যোগদান করেন।

ইউনাইটেড ফাইন্যান্সের নাম সংশোধনে সম্মতি

পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের প্রতিষ্ঠান ইউনাইটেড ফাইন্যান্স লিমিটেডের নাম সংশোধনে সম্মতি দিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসি (ডিএসই)।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এখন থেকে কোম্পানিটির নাম ‘ইউনাইটেড ফাইন্যান্স লিমিটেড’-এর পরিবর্তে ‘ ইউনাইটেড ফাইন্যান্স পিএলসি’ হবে। আগামীকাল সোমবার (৬ জানুয়ারি) থেকে কোম্পানিটি ইউনাইটেড ফাইন্যান্স পিএলসি নামে পুঁজিবাজারে লেনদেন করবে।

নাম সংশোধন ছাড়া কোম্পানিটির অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকবে।

মূল্য সংবেদনশীল তথ্য নেই শার্প ইন্ডাস্ট্রিজের

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি শার্প ইন্ডাস্ট্রিজ পিএলসির শেয়ারদর অস্বাভাবিকভাবে বাড়ার কারণ জানে না বলে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) জানিয়েছে কোম্পানিটি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটির শেয়ারদর অস্বাভাবিকভাবে বাড়ার কারণ জানতে চেয়ে গত সম্প্রতি নোটিশ পাঠিয়েছে ডিএসই। এর জবাবে কোম্পানিটি জানায় কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ার দর বাড়ছে।

গত ০৮ ডিসেম্বর কোম্পানিটির শেয়ারদর ছিলো ১৬ টাকায়। আর রোববার (০৫ জানুয়ারি) বাজার শেষে শেয়ারটির দর বেড়ে ২৫ টাকা ২০ পয়সায় দাড়িয়েছে। অর্থাৎ মাত্র ১৮ কার্যদিবসে শেয়ারটির দর বেড়েছে ৯ টাকা ২০ পয়সা।

 এই দর বৃদ্ধিকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই।

বোরাক রিয়েল এস্টেটের আইপিও বাতিল: বিএসইসির চমকপ্রদ সিদ্ধান্ত

অর্থনৈতিক প্রতিবেদনের অসঙ্গতিতে বোরাক রিয়েল এস্টেটের আইপিও বাতিল

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) বোরাক রিয়েল এস্টেট লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) আবেদন বাতিল করেছে। এই সিদ্ধান্তটি কোম্পানির আর্থিক প্রতিবেদনে বিভিন্ন অসঙ্গতির কারণে নেওয়া হয়েছে। ৪০০ কোটি টাকা পুঁজিবাজার থেকে সংগ্রহের জন্য কোম্পানিটি এই আবেদন করেছিল।

আর্থিক প্রতিবেদন ও আইপিও বাতিলের কারণ

বিএসইসি (পাবলিক ইস‌্যু) রুলস, ২০১৫ এর রুল ১৫(৫) অনুযায়ী, কোম্পানির আর্থিক প্রতিবেদনে অনেক অসঙ্গতি পরিলক্ষিত হওয়ায় এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। বোরাক রিয়েল এস্টেটের সিইওকে এই বিষয়ে চিঠি দিয়ে জানানো হয়েছে। এছাড়াও, ইস্যু ম্যানেজার বিএমএসএল ইনভেস্টমেন্ট এবং স্বদেশ ইনভেস্টমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালকদের বিষয়টি অবহিত করা হয়েছে।

অসঙ্গত আর্থিক তথ্য

কোম্পানির আবাসনে বিনিয়োগের সম্পদের মূল্য ৭০০ কোটি ২০ লাখ টাকা এবং কর পরবর্তী মুনাফা ৬৫২ কোটি ৪৯ লাখ টাকা দেখানো হয়েছে। তবে ইন্টারন‌্যাশনাল অ‌্যাকাউন্টিং স্ট‌্যান্ডার্ড (আইএএস) অনুযায়ী এই মুনাফা অবাস্তব।

নিট সম্পদ মূল্যের অসঙ্গতি

২০২২ সালের ৩০ জুন পর্যন্ত নিট সম্পদ মূল্য ছিল ৮১.৩৭ টাকা, যা ২০২৩ সালের ৩০ জুন ১৪৮.৫৪ টাকায় বেড়েছে। তবে ন্যায্যমূল্য বাদ দিলে প্রকৃত সম্পদ মূল্য হতো ৮৫.২০ টাকা। অতিমূল্যায়িত নিট সম্পদ মূল্য বিনিয়োগকারীদের জন্য ক্ষতিকর হতে পারে।

লভ্যাংশ ও আয়ের তথ্য

কোম্পানির ২০২৩ সালের ৩০ জুন শেষ হওয়া সময়ের লভ্যাংশ এবং ইপিএস (শেয়ারপ্রতি মুনাফা) বাড়িয়ে দেখানো হয়েছে। ২০২২ সালের ৩০ জুন ইপিএস ছিল ২.৯৯ টাকা, যা ২০২৩ সালে ৬৫.২৫ টাকায় দেখানো হয়েছে। প্রকৃত ইপিএস ছিল ৪.৬৪ টাকা।

সিইওর অন্যান্য কোম্পানির ব্যবস্থাপনা

বোরাক রিয়েল এস্টেটের সিইও মো. নূর আলী ডিএসইতে তালিকাভুক্ত ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস এবং অন্যান্য আটটি অতালিকাভুক্ত কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক। এই পদগুলোতে থাকা কোম্পানির আইন লঙ্ঘনের শামিল।

প্রকল্পের অনুমোদন ও সম্পত্তি মূল্যায়ন

বনানী ডিএনসিসি ইউনিক কমপ্লেক্স বা শেরাটন হোটেলের ২১ থেকে ২৪তম তলার কার্যক্রম সিভিল এভিয়েশন অথরিটি থেকে অনুমোদন না পাওয়ায় বন্ধ রয়েছে। এছাড়া বোরাক জহির টাওয়ারের প্রকৃত উচ্চতা ১৩ তলা হলেও প্রতিবেদনে ২০ তলা দেখানো হয়েছে। গুলশানের প্রকল্প সাউথ পার্কের ভূমি পুনঃমূল্যায়ন করেও অসঙ্গতি দেখা গেছে।

সম্পত্তি ও শেয়ারের জামানত

বোরাক রিয়েল এস্টেটের সম্পত্তি, প্ল্যান্ট, সরঞ্জাম এবং শেয়ারগুলো বিভিন্ন ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানের কাছে বন্ধক রাখা হয়েছে। এর ফলে ঋণ খেলাপির ঝুঁকি বেড়ে গেছে।

বিএসইসির সিদ্ধান্ত

এই সমস্ত অসঙ্গতি বিবেচনা করে বিএসইসি ৪০০ কোটি টাকার আইপিও আবেদন বাতিল করেছে। ইস্যু ম্যানেজার বিএমএসএল ইনভেস্টমেন্টের এমডি মো. রিয়াদ মতিন জানিয়েছেন, বিএসইসি যে বিষয়গুলো সংশোধন করতে বলেছে, তা ঠিক করে পুনরায় আবেদন করা হবে।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: