০৪ জুন ২০২৩ রবিবার, ০৪:৪৫ পিএম
শেয়ার বিজনেস24.কম
![]() |
দেশজুড়ে চলছে তীব্র দাবদাহ। এতে অতিষ্ঠ হয়ে পরেছে জনজীবন। যার কারণে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী শ্রেণি কার্যক্রম ৫ জুন থেকে ৮ জুন পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে।
রোববার (৪ জুন) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে এ ঘোষণা দেওয়া হয়। কোমলমতি ছাত্রছাত্রীদের স্বাস্থ্য সুরক্ষা বিবেচনা করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এ সিদ্ধান্ত নিয়েছে।
এর আগে তাপমাত্রার কারণে সারা দেশে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের খেলা স্থগিত করা হয়।
শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।