facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ০১ জানুয়ারি বুধবার, ২০২৫

Walton

তুরস্কের কেন্দ্রীয় ব্যাংকের নতুন গভর্নর হাফিজ গেয়ে এরকান


০৯ জুন ২০২৩ শুক্রবার, ০২:১৫  পিএম

আন্তর্জাতিক ডেস্ক

শেয়ার বিজনেস24.কম


তুরস্কের কেন্দ্রীয় ব্যাংকের নতুন গভর্নর হাফিজ গেয়ে এরকান

সম্প্রতি তুরস্কের প্রেসিডেন্ট হিসেবে পুনঃনির্বাচিত হয়েছেন রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। প্রথম দফায় ৫০ শতাংশ ভোট না পাওয়ায় রান-অফে গড়ায় নির্বাচন। দ্বিতীয় দফায় স্পষ্ট ব্যবধানে জয় পান তিনি। এদিকে, পুনঃনির্বাচিত হয়েই কেন্দ্রীয় ব্যাংকের গর্ভনর পদে রদবদল ঘটনা এরদোয়ান। টার্কিশ লিরার রেকর্ড দরপতনের পর এই পদক্ষেপ নিলেন তিনি।

মার্কিন যুক্তরাষ্ট্রের একজন অর্থ নির্বাহী হাফিজ গেয়ে এরকানকে নতুন গভর্নর হিসেবে নিয়োগ দিয়েছেন এরদোয়ান। শুক্রবার তুর্কি গণমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড সরকারি গেজেটের বরাদ দিয়ে এ খবর জানিয়েছে।

গত কয়েক বছর ধরে লিরার মান কমে যাওয়া ও জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ার লাগাম টেনে ধরতে নেওয়া পদক্ষেপের অংশ হিসেবে এই নিয়োগ দিলেন এরদোয়ান।

নয়া গভর্নর এরকান এর আগে ফার্স্ট রিপাবলিক ব্যাংকের কো-সিইও এবং গোল্ডম্যান স্যাকসের ব্যবস্থাপনা পরিচালক ছিলেন। গত ২৮ মে তৃতীয় মেয়াদে এরদোগান প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার এক সপ্তাহের মাথায় এরকান এই নিয়োগ পেলেন।

পঞ্চম কেন্দ্রীয় ব্যাংকের প্রধান সাহাপ কাভসিওগ্লু -এর স্থলাভিষিক্ত হবেন এরকান। কেন্দ্রী ব্যাংকের গভর্নর হিসেবে কাভসিওগ্লুর গত চার বছরের সময়কালে ২০২১ সালে লিরার ঐতিহাসিক পতন ঘটে এবং সেসময় বিগত ২৪ বছরের ইতিহাসে মূল্যস্ফীতি সর্বোচ্চ ৮৫ শতাংশ বৃদ্ধি পায়।

২০২১ সালের নীতিমালায় লিরার মান ১৯ শতাংশ থেকে কমিয়ে ৮ দশমিক ৫ শতাংশ করা হয়েছিল। কিন্তু বাস্তবে লিরার দরপতন ঘটেছিল এবং পরিস্থিতি স্বাভাবিক করতে ডজনখানের নীতি গ্রহণ করা হয়েছে।

রয়টার্সের এক প্রতিবেদন থেকে জানা গেছে, ধারাবাহিক পতনের মধ্য দিয়ে এই সপ্তাহে লিরার মান সর্বকালের সর্বনিম্ন অবস্থায় এসে ঠেকেছে। গতকাল ডলারের বিপরীতে লিরার বিনিময় হার দাঁড়িয়েছিল ২৩ দশমিক ১৭।

ফ্রি মালয়েশিয়া টুডে এ সংক্রান্ত এক প্রতিবেদন জানিয়েছে, এরকানের নিয়োগ দেওয়ার বিষয়টি এখনও অস্পষ্ট। কারণ প্রিন্সটন থেকে আর্থিক প্রকৌশল পিএইচডিসহ তার আইভি লীগ শিক্ষা জীবন এবং ওয়াল স্ট্রিট ও মার্কিন কর্পোরেট বোর্ডরুমে এরকানের বিস্তৃত ক্যারিয়ার ইতিহাসে আনুষ্ঠানিকভাবে কোন মনিটরি পলিসি নিয়ে কাজ করার অভিজ্ঞতা নেই।

তার লিঙ্কডইন প্রোফাইল থেকে জানা যায়, তিনি ২০১৪-২১ সময় পর্যন্ত যুক্তরাষ্ট্রের ফার্স্ট রিপাবলিক ব্যাংকে ছিলেন। সম্প্রতি সরকার ব্যাংকটিকে জব্দ করে জেপি মরগানের কাছে বিক্রি করে দেয়। তথ্যসূত্র: রয়টার্স, ব্লুমবার্গ

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: