৩১ মার্চ ২০২৫ সোমবার, ০৭:৫৫ পিএম
ডেস্ক রিপোর্ট
শেয়ার বিজনেস24.কম
![]() |
দক্ষিণ এশিয়ার পুঁজিবাজারের সহযোগিতা আরও দৃঢ় করতে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই), কলম্বো স্টক এক্সচেঞ্জ (সিএসই) ও পাকিস্তান স্টক এক্সচেঞ্জের (পিএসএক্স) মধ্যে একটি ঐতিহাসিক ত্রিপক্ষীয় সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।
২৭ মার্চ শ্রীলঙ্কার কলম্বোতে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এতে উপস্থিত ছিলেন ডিএসইর চেয়ারম্যান মমিনুল ইসলাম, সিএসইর চেয়ারম্যান দিলশান উইরসেকারা, পাকিস্তান সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান আকিফ সাইদসহ তিন দেশের পুঁজিবাজার সংশ্লিষ্ট শীর্ষ কর্মকর্তারা।
এই সমঝোতা চুক্তির মাধ্যমে দক্ষিণ এশিয়ার পুঁজিবাজারগুলোর ডিজিটাল রূপান্তর, নতুন আর্থিক পণ্য ও বাজার উন্নয়ন, বিনিয়োগকারীদের নিরাপত্তা ব্যবস্থা জোরদার, মানবসম্পদ উন্নয়ন এবং প্রশিক্ষণ কর্মসূচির ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। দীর্ঘমেয়াদী লক্ষ্য হিসেবে আন্তঃসীমান্ত তালিকাভুক্তি, ব্রোকার অংশীদারিত্ব এবং প্রাতিষ্ঠানিক সংযোগ বৃদ্ধির পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
ডিএসইর চেয়ারম্যান মমিনুল ইসলাম এ বিষয়ে বলেন, "দক্ষিণ এশিয়ার ছোট স্টক এক্সচেঞ্জগুলো প্রযুক্তিগত ও প্রক্রিয়াগত সীমাবদ্ধতার কারণে কাঙ্ক্ষিত উন্নতি করতে পারছে না। পারস্পরিক সম্পদ ও অভিজ্ঞতা বিনিময় এবং প্রযুক্তিতে যৌথ বিনিয়োগের মাধ্যমে আমরা শক্তিশালী পুঁজিবাজার গড়ে তুলতে পারব।"
অনুষ্ঠানে ডিএসইর চেয়ারম্যান ‘নাভিগেটিং ফ্রন্টিয়ার ক্যাপিটাল মার্কেটস’ শীর্ষক প্যানেল আলোচনায় অংশ নেন এবং বাংলাদেশের পুঁজিবাজারের চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে বক্তব্য রাখেন।
এছাড়াও, ডিএসইর প্রতিনিধিবৃন্দ পাকিস্তান ও শ্রীলঙ্কার পুঁজিবাজার কর্তৃপক্ষের সাথে পৃথক বৈঠকে অংশ নেন, যেখানে প্রযুক্তিগত উন্নয়ন, বিনিয়োগ সম্প্রসারণ ও মানবসম্পদ উন্নয়ন বিষয়ে মতবিনিময় করা হয়।
শ্রীলঙ্কায় অনুষ্ঠিত এই গুরুত্বপূর্ণ রোড শোতে ডিএসইর পরিচালক মো. শাকিল রিজভী, মিনহাজ মান্নান ইমন, রিচার্ড ডি’রোজারিও এবং মহাব্যবস্থাপক মোহামাদ আসাদুর রহমানসহ শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।