facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ৩০ অক্টোবর বুধবার, ২০২৪

Walton

দাম আরো বেড়ে স্বর্ণের ভরি ১ লাখ ৪২ হাজার টাকা


২৩ অক্টোবর ২০২৪ বুধবার, ০৯:৫৭  এএম

ডেস্ক রিপোর্ট

শেয়ার বিজনেস24.কম


দাম আরো বেড়ে স্বর্ণের ভরি ১ লাখ ৪২ হাজার টাকা

আবারো বেড়েছে স্বর্ণের দাম। দেশের বাজারে ভরিতে সর্বোচ্চ ১ হাজার ৮৯০ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে। ফলে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম হবে ১ লাখ ৪১ হাজার ৯৫১ টাকা।

গতকাল বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের দাম বেড়েছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। আজ থেকে নতুন দাম কার্যকর হবে, যা গতকাল ছিল ১ লাখ ৪০ হাজার ৬১ টাকা।

নতুন মূল্য অনুযায়ী, ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম বেড়ে ১ লাখ ৩৫ হাজার ৫০১ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ লাখ ১৬ হাজার ১৩৮ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণের দাম ৯৫ হাজার ৪২৩ টাকা করা হয়েছে। তবে অপরিবর্তিত রয়েছে রুপার দাম।

ক্যাটাগরি অনুযায়ী, বর্তমানে ২২ ক্যারেটের রূপার দাম ভরি ২ হাজার ১০০ টাকা। ২১ ক্যারেটের রূপার দাম ভরি ২ হাজার ৬ টাকা এবং ১৮ ক্যারেটের রূপার দাম ভরি ১ হাজার ৭১৫ টাকা নির্ধারণ করা হয়। আর সনাতন পদ্ধতির এক ভরি রূপার দাম ১ হাজার ২৮৩ টাকা নির্ধারণ করা হয়েছে।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: