facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ১৪ মার্চ শুক্রবার, ২০২৫

Walton

দুই কোম্পানির লভ্যাংশ ঘোষণা


১৪ মার্চ ২০২৫ শুক্রবার, ১১:২৯  এএম

ডেস্ক রিপোর্ট

শেয়ার বিজনেস24.কম


দুই কোম্পানির লভ্যাংশ ঘোষণা

লিন্ডে বিডির ফাইনাল ডিভিডেন্ড ঘোষণা

শেয়ারবাজারে তালিকাভুক্ত লিন্ডে বাংলাদেশ লিমিটেড ৩১ ডিসেম্বর, ২০২৪ সমাপ্ত অর্থবছরের জন্য ৪০০ শতাংশ ফাইনাল ডিভিডেন্ড ঘোষণা করেছে। এর পুরোটাই নগদ লভ্যাংশ। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

আগের বছরের ৪ সেপ্টেম্বর কোম্পানিটি ৪১০০ শতাংশ অন্তর্বর্তী ডিভিডেন্ড ঘোষণা করেছিল, যা ইতোমধ্যে বিতরণ করা হয়েছে। চূড়ান্ত ডিভিডেন্ড নিয়ে কোম্পানিটি মোট ৪৫০০ শতাংশ ডিভিডেন্ড দিচ্ছে।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটি এক্সট্রা-অর্ডানারি আয়সহ শেয়ার প্রতি আয় (ইপিএস) করেছে ৪২১ টাকা ৯৪ পয়সা। এ সময়ে মূল ব্যবসা থেকে ইপিএস হয়েছে ২৪ টাকা ৯২ পয়সা। আগের বছর ১৫ টাকা ২ পয়সা ইপিএস ছিল।

আলোচ্য সময়ে ব্যাংকটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ২২৯ টাকা ৩৪ পয়সা

ব্যাংকটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৯ মে সকাল ১১টায় ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৯ এপ্রিল।

প্রাইম ব্যাংকের ডিভিডেন্ড ঘোষণা

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রাইম ব্যাংক পিএলসি ৩১ ডিসেম্বর, ২০২৪ সমাপ্ত অর্থবছরের জন্য ২০ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। এর মধ্যে ১৭ দশমিক ৫০ শতাংশ ক্যাশ এবং ২ দশমিক ৫০ শতাংশ স্টক ডিভিডেন্ড। ব্যাংক সূত্রে এই তথ্য জানা গেছে।

সমাপ্ত অর্থবছরে সহযোগী প্রতিষ্ঠানের আয়সহ সমন্বিতভাবে ব্যাংকটির শেয়ার প্রতি আয় (কনস্যুলেটেড ইপিএস) হয়েছে ৬ টাকা ৪৭ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে ইপিএস ছিল ৪ টাকা ২৫ পয়সা।

আলোচ্য সময়ে ব্যাংকটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ৩৪ টাকা ৭ পয়সা।

ব্যাংকটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৫ মে সকাল ১১ টায় ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১০ এপ্রিল।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: