১৮ সেপ্টেম্বর ২০২৪ বুধবার, ০২:৩৭ পিএম
ডেস্ক রিপোর্ট
শেয়ার বিজনেস24.কম
পুঁজিবাজারে ওষুধ খাতে তালিকাভুক্ত দুটি কোম্পানির পরিচালনা পর্ষদ সভার তারিখ ঘোষণা করা হয়েছে। সভায় সমাপ্ত অর্থবছরের জন্য কোম্পানি দুটির লভ্যাংশ ঘোষণা করা হতে পারে।
কোম্পানি দুটি হলো—রেনাটা পিএলসি ও বিকন ফার্মাসিউটিক্যালস পিএলসি।
বুধবার (১৮ সেপ্টেম্বর) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
রেনাটা: আগামী ২৯ সেপ্টেম্বর বিকেল ৪টায় কোম্পানিটির পর্ষদ সভা হবে। আলোচ্য সভায় ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।
বিকন ফার্মাসিউটিক্যালস: আগামী ২৮ সেপ্টেম্বর বেলা ১২টা ৩০ মিনিটে কোম্পানিটির পর্ষদ সভা হবে। আলোচ্য সভায় ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।
শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।