facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ১৬ অক্টোবর বুধবার, ২০২৪

Walton

দুই প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট কেনায় বড় ঝোঁক


১৪ অক্টোবর ২০২৪ সোমবার, ১০:৫৭  এএম

ডেস্ক রিপোর্ট

শেয়ার বিজনেস24.কম


দুই প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট কেনায় বড় ঝোঁক

পুঁজিবাজারে সপ্তাহের প্রথম কার্যদিবস সোমবার সূচকের উত্থানে লেনদেন শুরু হয়েছে। এদিন বেলা পৌনে ১১টায় ডিএসইর প্রধান সূচক ২৪ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৪৪৬ পয়েন্টে অবস্থান করছে।

লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দাম বেড়েছে ২২২টির, দাম কমেছে ৬৮টির ও অপরিবর্তীত রয়েছে ৬৪টির দাম। এ সময়ে লেনদেন হয়েছে মোট ৮০ কোটি ২১ লাখ টাকার।

এ সময়ে ঢাকার বাজারে দুই প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের প্রতি ক্রেতাদের বড় ধরনের ঝোঁক লক্ষ্য করা যাচ্ছে। এর ফলে ব্যাপক চাহিদায় বিক্রেতা সংকটে হল্টেড হয়েছে। এর মধ্যে বিডি কম-এর শেয়ার দর ৯.৮৪ শতাংশ বেড়ে ২৬ টাকা ৮০ পয়সায় ও কেপিটেক গ্রামীণ ব্যাংক গ্রোথ ফান্ডের ইউনিট দর ১০ শতাংশ বেড়ে ৯ টাকা ৯০ পয়সায় দাঁড়িয়েছে।

এ সময়ে সর্বোচ্চ দর বেড়েছে এসব শেয়ারের। হঠাৎ শেয়ারগুলোর ব্যাপক চাহিদার ফলে দর বেড়েছে হু হু করে। অনেক বিনিয়োগকারী ক্রয়াদেশ দিলেও শেয়ারগুলো কিনতে পারেননি না।

গত বুধবার শেষ কার্যদবসে আমরা টেকনোলজির দাম ৯.৫২ শতাংশ বেড়ে ২০ টাকা ৭০ পয়সায়, বিডি কমের দাম ৯.৯১ শতাংশ বেড়ে ২৪ টাকা ৪০ পয়সায়, আইসিবির দাম ১০ শতাংশ বেড়ে ৬৪ টাকা ৯০ পয়সায় ও ন্যাশনাল টির শেয়ার দর ৮.৭৫ শতাংশ বেড়ে ২৫৪ টাকা ২০ পয়সায় লেনদেন হয়।

ওইদিন সর্বোচ্চ দর বেড়েছে এসব শেয়ারের। হঠাৎ শেয়ারগুলোর ব্যাপক চাহিদার ফলে দর বেড়েছে হু হু করে। অনেক বিনিয়োগকারী ক্রয়াদেশ দিলেও শেয়ারগুলো কিনতে পারেননি না।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন:

শেয়ারবাজার -এর সর্বশেষ