১০ এপ্রিল ২০২৫ বৃহস্পতিবার, ০৯:১১ এএম
ডেস্ক রিপোর্ট
শেয়ার বিজনেস24.কম
![]() |
সিকিউরিটিজ আইন লঙ্ঘনের দায়ে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) দুই সদস্যভুক্ত ব্রোকারেজ হাউজ—শাহজাহান সিকিউরিটিজ লিমিটেড এবং ডাইনেস্টি সিকিউরিটিজ লিমিটেড—কে মোট ১০ লাখ টাকা জরিমানা করেছে।
মঙ্গলবার (৮ এপ্রিল) বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে অনুষ্ঠিত ৯৫০তম কমিশন সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি পরদিন (৯ এপ্রিল) বিএসইসির পরিচালক ও মুখপাত্র মো. আবুল কালাম সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, শাহজাহান সিকিউরিটিজ সিকিউরিটিজ আইন লঙ্ঘনের কারণে **৫ লাখ টাকা জরিমানা গুনেছে। একই পরিমাণ অর্থদণ্ড দেওয়া হয়েছে ডাইনেস্টি সিকিউরিটিজকে, যাদের অতীতে সেন্ট্রাল কাস্টডি অ্যাকাউন্টে (সিসিএ) ঘাটতি থাকায় এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়। যদিও বর্তমানে তাদের সিসিএতে কোনো ঘাটতি নেই।
বিশ্লেষণ ও পরামর্শ:
এই ঘটনা পুঁজিবাজারে স্বচ্ছতা ও শৃঙ্খলা বজায় রাখতে বিএসইসির সক্রিয় নজরদারির প্রতিফলন। বিনিয়োগকারীদের আস্থা ধরে রাখতে ব্রোকারেজ হাউজগুলোর উচিত নিয়মনীতি কঠোরভাবে মেনে চলা এবং অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ব্যবস্থা আরও জোরদার করা।
বিনিয়োগকারীদের জন্য পরামর্শ:
বিনিয়োগের আগে ব্রোকারেজ হাউজের লাইসেন্স, আর্থিক অবস্থা এবং আইন মেনে চলার ইতিহাস যাচাই করা অত্যন্ত জরুরি।
শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।