facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ০৫ ফেব্রুয়ারি বুধবার, ২০২৫

Walton

দুর্দান্ত বরিশাল, আবারও বিপিএল ফাইনালে!


০৩ ফেব্রুয়ারি ২০২৫ সোমবার, ১১:০৫  পিএম

ডেস্ক রিপোর্ট

শেয়ার বিজনেস24.কম


দুর্দান্ত বরিশাল, আবারও বিপিএল ফাইনালে!

বিপিএলে শিরোপা ধরে রাখার মিশনে দুর্দান্ত ফর্মে এগিয়ে যাচ্ছে ফরচুন বরিশাল। বর্তমান চ্যাম্পিয়নরা এবারও জায়গা করে নিয়েছে ফাইনালে। তামিম ইকবালের নেতৃত্বে দ্বিতীয়বারের মতো শিরোপা জয়ের স্বপ্ন দেখছে তারা।

তবে এখনো শেষ হয়ে যায়নি চিটাগং কিংসের সুযোগ। বরিশালের বিপক্ষে হারের পরও ফাইনালে ওঠার সম্ভাবনা বেঁচে আছে তাদের। সেক্ষেত্রে বুধবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় এলিমিনেটর রাউন্ডে জয়ী খুলনা টাইগার্সকে হারাতে হবে চিটাগংকে।

মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে ৯ উইকেটের বিশাল জয় নিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করেছে বরিশাল। টস হেরে প্রথমে ব্যাট করা চিটাগং কিংস নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৪৯ রান সংগ্রহ করে। জবাবে মাত্র ১৬ বল বাকি থাকতেই জয় তুলে নেয় বরিশাল।

বরিশালের বোলিং আক্রমণে ছিল পাকিস্তানি পেসার মোহাম্মদ আলির দুর্দান্ত নৈপুণ্য। একাই পাঁচ উইকেট তুলে নিয়ে চিটাগংকে চাপে ফেলেন তিনি, যার মধ্যে এক ওভারেই শিকার করেন চারটি উইকেট।

রান তাড়ায় বরিশালের শুরুটা ছিল স্বপ্নের মতো। দীর্ঘদিন রান খরায় ভোগা তাওহিদ হৃদয় ফিরে পান ছন্দ। উদ্বোধনী জুটিতে তামিম ইকবালের সঙ্গে দারুণ সূচনা এনে দেন তিনি। দলীয় ৫৫ রানের মাথায় তামিম ফিরলেও একপাশ আগলে রেখে দুর্দান্ত ব্যাট চালিয়ে যান হৃদয়। প্লে-অফের গুরুত্বপূর্ণ মঞ্চে নিজের ছন্দ ধরে রেখে ইংলিশ তারকা ডেভিড মালানের সঙ্গে শক্ত জুটি গড়ে বরিশালকে ফাইনালে তুলেন তিনি।

হৃদয়ের ব্যাট থেকে আসে ৫৬ বলে অপরাজিত ৮২ রানের অনবদ্য ইনিংস। তার অসাধারণ পারফরম্যান্স বরিশালকে সহজ জয় এনে দেয়। অন্যদিকে, চট্টগ্রামের হয়ে লড়াইয়ের পুঁজি গড়ে দেন শামীম পাটোয়ারী। একের পর এক ব্যাটার ব্যর্থ হলেও তিনি একপাশ ধরে রেখে দাপুটে ব্যাটিং করেন। ৪৭ বলে ৯ চার ও ৪ ছক্কার দুর্দান্ত ইনিংসে ক্যারিয়ারসেরা ৭৯ রান করেন বাঁহাতি এই ব্যাটার। তবে তার সেই লড়াকু ইনিংসও চিটাগংকে হার এড়াতে পারেনি।

এবারের ফাইনালে বরিশাল শিরোপা ধরে রাখতে পারবে কি না, সেটাই এখন বড় প্রশ্ন। ক্রিকেটপ্রেমীরা অধীর আগ্রহে অপেক্ষায়—তামিমের নেতৃত্বে বরিশাল কি পারবে আবারও চ্যাম্পিয়নের মুকুট পরতে?

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: