১৮ জুলাই ২০২৩ মঙ্গলবার, ১১:২২ এএম
স্টাফ রিপোর্টার
শেয়ার বিজনেস24.কম
নতুন ফোন কেনার ক্ষেত্রে সাধারণত কম দাম, ভালো ফিচার, ভালো ক্যামেরা- এ বিষয়গুলো বিবেচনায় থাকে। বরাবরই গ্রাহকদের এ ধরনের চাহিদা মেটানোর চেষ্টা করে থাকে শাওমি।
জানা গেছে, নতুন ফিচার সম্বলিত গ্রাহকদের জন্য আরেকটি স্মার্টফোন আনছে শাওমি। ফোনটির মডেল শাওমি 13T প্রো। শাওমি কর্তৃপক্ষ তাদের নতুন ফোনের বাজেট কমের মধ্যে রাখার চেষ্টা করলেও, এই ফোনটি হাইরেঞ্জের হতে পারে। এটি মূলত সর্বশেষ উম্মুক্ত হওয়া শাওমি 12T প্রোর পরবর্তী সংস্করণ।
কোম্পানির পক্ষ থেকে কিছু জানানো না হলেও গিকবেঞ্চ লিস্টিং এ ফোনটি দেখা গেছে। সেখান থেকে জানা গেছে, অ্যান্ড্রয়েড ১৩ চালিত স্মার্টফোনটির ডিসপ্লে হতে পারে ৬.৭৩ ইঞ্চি, রেজুলেশন ১৪৪০ বাই ৩২০০ পিক্সেল। ফোনটির ডিসপ্লে গোরিলা গ্লাস দ্বারা সুরক্ষিত থাকবে। একই সঙ্গে ধুলাবালি ও পানি প্রতিরোধী হবে।
জানা গেছে, অক্টাকোর চিপসেটের এ ফোনটির ইন্টারনাল স্টোরেজ ১২ জিবি র্যাম এবং ৫১২ জিবি রম পর্যন্ত হতে পারে। ফোনে থাকবে ৫০০০ এএমএইচ ব্যাটারি, যা ফোনটিতে পাওয়ারফুল ব্যাকআপ হিসেবে কাজ করবে।
শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।