facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ১৩ এপ্রিল রবিবার, ২০২৫

Walton

দুর্বল ইসলামী ব্যাংকগুলোর ‘বড় একীভূতকরণ’ আসছে: গভর্নর


১০ এপ্রিল ২০২৫ বৃহস্পতিবার, ০১:১৩  পিএম

ডেস্ক রিপোর্ট

শেয়ার বিজনেস24.কম


দুর্বল ইসলামী ব্যাংকগুলোর ‘বড় একীভূতকরণ’ আসছে: গভর্নর

দেশের ব্যাংকিং খাতে বড় রদবদলের বার্তা! এবার শরিয়াভিত্তিক দুর্বল ব্যাংকগুলোকে একীভূত করার উদ্যোগ নিচ্ছে বাংলাদেশ ব্যাংক।

বুধবার ঢাকায় অনুষ্ঠিত দশম বার্ষিক ব্যাংকিং সম্মেলনে এ কথা জানান বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। তিনি বলেন, "ইসলামী ব্যাংকগুলোর মধ্যে একটি বড় ব্যাংক রয়েছে, তবে আরও কিছু ছোট ব্যাংক সমস্যায় রয়েছে। এসব সমস্যাজর্জরিত ব্যাংককে মার্জ (একীভূত) করা হবে।"

তিনি আরও বলেন, "এই খাতের জন্য এখনো সুনির্দিষ্ট রেগুলেটরি ফ্রেমওয়ার্ক গড়ে তোলা হয়নি। আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে ইসলামী ব্যাংকগুলোর কার্যক্রম ঢেলে সাজাতে কাজ করছে বাংলাদেশ ব্যাংক।"

২০১৭ সালেও কেন্দ্রীয় ব্যাংক ১০টি দুর্বল ব্যাংক একীভূত করার পরিকল্পনা নিয়েছিল, তবে রাজনৈতিক পরিস্থিতির কারণে তা থেমে যায়। ২০২৪ সালের জুলাইয়ে রাজনৈতিক পালাবদলের পর নতুন করে আবারও সেই উদ্যোগ জোরালোভাবে ফিরিয়ে আনছে বাংলাদেশ ব্যাংক।

বিশ্লেষকরা বলছেন, এই একীভূতকরণ বাস্তবায়িত হলে দেশের ইসলামী ব্যাংকিং খাতে নতুন মাত্রা যোগ হবে এবং তারল্য সংকট ও পরিচালনাগত দুর্বলতা অনেকটাই হ্রাস পাবে।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন:

অর্থ ও বাণিজ্য -এর সর্বশেষ