১৬ ফেব্রুয়ারি ২০২৫ রবিবার, ০৯:০২ পিএম
ডেস্ক রিপোর্ট
শেয়ার বিজনেস24.কম
![]() |
দুষ্কৃতকারীদের কঠোর হস্তে দমন করতে জেলা প্রশাসকদের (ডিসি) স্পষ্ট নির্দেশ দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করে অপরাধীদের শায়েস্তা করতে হবে বলে জানিয়েছেন মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগম।
রবিবার (১৬ ফেব্রুয়ারি) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে তিন দিনব্যাপী জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের প্রথম দিনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় বিষয়ক কার্য অধিবেশন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
নূরজাহান বেগম বলেন, ‘আমাদের দেশে আইন রয়েছে, কিন্তু এর সঠিক প্রয়োগ নেই। তাই আমি ডিসিদের স্পষ্টভাবে বলেছি, আইন প্রয়োগ করেই দুষ্কৃতকারীদের প্রতিহত করতে হবে।’
তিনি আরও জানান, জেলা প্রশাসকরা হাসপাতাল ও মেডিক্যাল কলেজ সংক্রান্ত নানা সমস্যার কথা তুলে ধরেছেন। বিশেষ করে, জনস্বাস্থ্য সচেতনতা ও প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের ওপর জোর দেওয়া হয়েছে।
হাইপার টেনশন, ডায়াবেটিসের মতো রোগ প্রতিরোধে ব্যাপক জনসচেতনতা গড়ে তোলার উপর গুরুত্বারোপ করে তিনি বলেন, ‘ধূমপান ও ই-সিগারেটের অপব্যবহার রোধে কার্যকর ব্যবস্থা নিতে হবে।’
বৈষম্যবিরোধী আন্দোলনে আহতদের চিকিৎসা নিয়ে এক প্রশ্নের উত্তরে স্বাস্থ্য উপদেষ্টা জানান, ‘আমরা ইতোমধ্যে ৪০ জন আহত রোগীকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর ও ব্যাংককে পাঠিয়েছি। এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থাও করা হয়েছে। বিশ্বের বিভিন্ন দেশ থেকে বিশেষজ্ঞ ডাক্তার এনে তাদের সর্বোত্তম চিকিৎসা দেওয়া হয়েছে।’
তবে কিছু আহত রোগীর অসন্তোষের বিষয়ে তিনি বলেন, ‘এটা খুবই স্বাভাবিক। ছয় মাস ধরে যারা গুরুতর আহত হয়ে আছেন, তাদের মানসিক ট্রমা থাকবেই। তবে আমরা তাদের পূর্ণ পুনর্বাসনের জন্য কাজ করছি।’
দেশের স্বাস্থ্যব্যবস্থার উন্নয়নে একটি বিশেষ টিম গঠনের পরিকল্পনার কথাও জানান উপদেষ্টা। এনজিওদের সহযোগিতায় হাসপাতালগুলোর জনবল সংকট সমাধান, কমিউনিটি হাসপাতালগুলোতে পর্যাপ্ত ওষুধ সরবরাহ, সড়ক দুর্ঘটনায় আহতদের দ্রুত হাসপাতালে পৌঁছে দেওয়ার জন্য একটি ওয়ার্কফোর্স তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে।
বাল্যবিবাহ প্রতিরোধ, ভেজাল খাদ্যবিরোধী অভিযান, শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে তামাকজাত দ্রব্য বিক্রি নিষিদ্ধকরণ এবং গ্রামাঞ্চলে মানহীন ওষুধ নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা নিতে ডিসিদের নির্দেশ দেওয়া হয়েছে।
জনসচেতনতা বৃদ্ধিতে প্রচার কার্যক্রম জোরদার করার পাশাপাশি, স্বাস্থ্য খাতে স্থায়ী উন্নতির জন্য জেলা প্রশাসকদের আরও সক্রিয় ভূমিকা পালন করতে বলা হয়েছে।
শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।