০৫ মার্চ ২০২৪ মঙ্গলবার, ০৭:৩০ এএম
ডেস্ক রিপোর্ট
শেয়ার বিজনেস24.কম
সংসদকে দেশের বাল্য বিয়ের তথ্য জানান সিমিন হোসেন রিমি |
দেশের অর্ধেকের বেশি নারীর বাল্য বিবাহ হয় বলে জানিয়েছেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী সিমিন হোসেন রিমি।
সোমবার (৪ মার্চ) জাতীয় সংসদে জাতীয় পার্টির সংসদ সদস্য মুজিবুল হক চুন্নুর প্রশ্নের জবাবে তিনি এ তথ্য সংসদে তুলে ধরেন।
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের প্রশ্নোত্তর পর্বে মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী সিমিন হোসেন রিমি বলেন, বাংলাদেশে বাল্য বিবাহের হার ১৫ বছরের নিচে ১৫.৫০ শতাংশ এবং ১৮ বছরের নিচে ৫১.৪০ শতাংশ।
সংসদে প্রতিমন্ত্রী বাল্য বিবাহ প্রতিরোধে ১৭ টি পদক্ষেপের কথা তুলে ধরেন।
দেশের বিভিন্ন জেলা ও উপজেলার মাঠপর্যায় থেকে প্রাপ্ত তথ্যের কথা তুলে ধরে তিনি জানান, বাল্য বিবাহ প্রতিরোধে ৬৪টি জেলায় মনিটরিং কার্যক্রম চলমান রয়েছে।
প্রতিমন্ত্রী আরও বলেন, ২০১৫ সাল থেকে গত বছরের আগস্ট পর্যন্ত ১২ হাজার ১৫০ কিশোরীর বাল্যবিবাহ বন্ধ করা হয়েছে।
সরকারি দলের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরীর এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী সিমিন হোসেন বলেন, গত বছরের আগস্ট পর্যন্ত বিভিন্ন সময়ে বাল্য বিয়ে রোধে ৪৩ হাজার ৭৭৭ টি উঠান বৈঠক হয়েছে।
শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।