০৪ অক্টোবর ২০২৩ বুধবার, ০৬:২৬ পিএম
স্টাফ রিপোর্টার
শেয়ার বিজনেস24.কম
পঞ্চগড়ে দেশের তৃতীয় ও প্রথম অনলাইন চা নিলাম কেন্দ্রের কার্যক্রম পূর্ণাঙ্গভাবে শুরু হয়েছে। বুধবার (৪ অক্টোবর) স্মল টি গার্ডেন ওনার্স অ্যান্ড টি ট্রেডার্স অ্যাসোসিয়েশন পঞ্চগড় চেম্বার ভবনে অনলাইন চা নিলামের আয়োজন করে। পঞ্চগড় আঞ্চলিক চা বোর্ডের উদ্যোগে এ নিলামের আয়োজন করা হয়।
পঞ্চগড় আঞ্চলিক চা বোর্ড সূত্র জানায়, প্রথম দিনের নিলামে স্থানীয়দের পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্ত থেকে ক্রেতারা (বায়ার) অনলাইনে নিলামে অংশ নেন। বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল আশরাফুল ইসলাম ঢাকা থেকে অনলাইন নিলাম কার্যক্রম মনিটরিং করেন। সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নিলামে তিনজন ব্রোকার এবং ২৫ জন ক্রেতা অংশ নেন।
প্রথম দিনে ৪১৯ লটে এক লাখ ১৩ হাজার কেজি চা নিলাম করা হয়। চলতি মৌসুমে মোট ১২টি নিলামের তারিখ ঘোষণা করে চা বোর্ড। ১৮ অক্টোবর দ্বিতীয় নিলাম অনুষ্ঠিত হবে।
অনলাইনে বাংলাদেশ চা বোর্ড চেয়ারম্যান বলেন, উত্তরাঞ্চলসহ দেশের চা সংশ্লিষ্টদের জন্য আজ একটি স্মরণীয় দিন। দেশে চা নিলামের ইতিহাসে প্রথমবারের মতো একটি পূর্ণাঙ্গ অনলাইন নিলাম চালু হলো। ফলে বিশ্বের যেকোনো প্রাপ্ত থেকেই এখন বায়ারদের নিলামে অংশগ্রহণের সুযোগ তৈরি হয়েছে।
শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।