facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২৭ ডিসেম্বর শুক্রবার, ২০২৪

Walton

দেশে ব্লকচেইন অ্যাকাডেমি প্রতিষ্ঠায় ব্র্যাক ইউনিভার্সিটির চুক্তি


০১ নভেম্বর ২০২৪ শুক্রবার, ০৯:১৯  পিএম

ডেস্ক রিপোর্ট

শেয়ার বিজনেস24.কম


দেশে ব্লকচেইন অ্যাকাডেমি প্রতিষ্ঠায় ব্র্যাক ইউনিভার্সিটির চুক্তি

ব্র্যাক ইউনিভার্সিটিতে দেশের প্রথম “ব্লকচেইন অ্যাকাডেমি” চালু হতে যাচ্ছে। এই উপলক্ষ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে ব্র্যাক ইউনিভার্সিটি ও তুরস্কের প্রযুক্তি প্রতিষ্ঠান নাইজেলা ওয়ার্ল্ড। এই উদ্যোগের মাধ্যমে দেশে ব্লকচেইন প্রযুক্তিতে দক্ষ কর্মীবাহিনী তৈরি করা হবে, যার প্রাথমিক লক্ষ্য হচ্ছে কৃষি এবং আর্থিক খাতের উন্নয়ন ঘটানো।

ব্র্যাক ইউনিভার্সিটির মেরুল বাড্ডা ক্যাম্পাসে এক অনুষ্ঠানে এই চুক্তি স্বাক্ষরিত হয়। এতে উপস্থিত ছিলেন ব্র্যাক ইউনিভার্সিটির ভাইস-চ্যান্সেলর প্রফেসর সৈয়দ ফারহাত আনোয়ার এবং নাইজেলা ওয়ার্ল্ডের গ্রুপ চেয়ারম্যান ফাতিহ ইকে। এই অ্যাকাডেমির মাধ্যমে ব্র্যাক ইউনিভার্সিটির শিক্ষক ও শিক্ষার্থীদের ব্লকচেইন প্রযুক্তির ওপর বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। এর মাধ্যমে ব্র্যাক ইউনিভার্সিটি ব্লকচেইন শিক্ষায় এই অঞ্চলে অগ্রণী ভূমিকা পালন করবে।

ব্লকচেইন একটি নিরাপদ ডিজিটাল প্রযুক্তি, যা সাধারণত ক্রিপ্টোকারেন্সির ক্ষেত্রে ব্যবহৃত হয়, তবে এটি অন্যান্য ইন্ডাস্ট্রিতেও এই প্রযুক্তি কার্যকরী। এই প্রযুক্তি ডেটা সংরক্ষণে নির্ভুলতা নিশ্চিত করে থাকে। এর ফলে মধ্যস্বত্বভোগীর প্রয়োজন কমে যায়। নতুন এই অ্যাকাডেমির প্রোগ্রামগুলি বাস্তব জীবনের প্রয়োগে গুরুত্ব দেবে, যার শুরুটা কৃষিক্ষেত্র থেকে। এখানে ব্লকচেইন প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে অপারেশনগুলোকে আরও সহজ করা যাবে। ফলে তথ্যের সঠিকতা বৃদ্ধি পাবে এবং ব্র্যাক এন্টারপ্রাইজের মাধ্যমে সাপ্লাই চেইনের স্বচ্ছতা বাড়ানো সম্ভব হবে।

এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ব্র্যাক ইউনিভার্সিটির ভাইস-চ্যান্সেলর প্রফেসর সৈয়দ ফারহাত আনোয়ার বলেন, ‘এই অ্যাকাডেমি আমাদের শিক্ষার্থীদের গ্লোবাল ডিজিটাল ইকোনমিতে নেতৃত্ব দেয়ার জন্য প্রস্তুত করবে।”

কৃষিখাতে বিভিন্ন কাজের জন্য পরিচিত নাইজেলা ওয়ার্ল্ড ২০২৪ সালে ব্লকচেইনের বিভিন্ন প্ল্যাটফর্ম চালু করে, যার মধ্যে আছে নাইজেলা চেইন, এক্সপ্লোরার, ওয়ালেট এবং স্টেক। নাইজেলা ওয়ার্ল্ডের গ্রুপ চেয়ারম্যান ফাতিহ ইকে ব্লকচেইনের মাধ্যমে বিভিন্ন ইন্ডাস্ট্রিতে পরিবর্তন এবং সাপ্লাই চেইনে ন্যায্য বাণিজ্য নিশ্চিত করার গুরুত্ব তুলে ধরেন। এর মাধ্যমে মধ্যস্বত্বভোগীদের ভূমিকা হ্রাস পাবে বলে তিনি মন্তব্য করেন।

তিনি বলেন, “আমি নিশ্চিত, বাংলাদেশের তরুণরা এই সুযোগ গ্রহণ করার মাধ্যমে ব্লকচেইন প্রযুক্তিতে দক্ষতা অর্জন করবে।”

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্র্যাক ইউনিভার্সিটির প্রো ভাইস-চ্যান্সেলর প্রফেসর সৈয়দ মাহফুজুল আজিজ, ট্রেজারার প্রফেসর মোহাম্মদ মাহবুব রহমান, রেজিস্ট্রার ড. ডেভিড ডাউল্যান্ড, স্কুল অব ডাটা অ্যান্ড সায়েন্সেস এর ডিন প্রফেসর মাহবুবুল আলম মজুমদার, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারপারসন সাদিয়া হামিদ কাজী, চিফ ফিনান্সিয়াল অফিসার আরিফুল ইসলাম, অফিস অফ কমিউনিকেশন্স এর ডিরেক্টর খায়রুল বাশার এবং কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ও ব্লকচেইন প্রযুক্তিতে সরকারি উপদেষ্টা প্রফেসর মোঃ সাদেক ফেরদৌস। এছাড়াও ব্র্যাক এন্টারপ্রাইজের সিনিয়র ডিরেক্টর মোহাম্মদ আনিসুর রহমান এবং ডি-৮ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সেক্রেটারি জেনারেল আশরাফুল হক চৌধুরী ও নাইজেলা ওয়ার্ল্ড এর উপদেষ্টা লরা একারও উপস্থিত ছিলেন।

এই উদ্যোগের মাধ্যমে ব্র্যাক ইউনিভার্সিটি ও নাইজেলা ওয়ার্ল্ড বাংলাদেশকে দক্ষিণ এশিয়ায় ব্লকচেইন শিক্ষার নেতৃত্বস্থানীয় অবস্থানে উন্নীত করবে। যা বাংলাদেশের ডিজিটাল ও অর্থনৈতিক অগ্রগতিতে নতুন দিগন্তের সূচনা করবে।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন:

শিক্ষা -এর সর্বশেষ