facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ০৯ জানুয়ারি বৃহস্পতিবার, ২০২৫

Walton

দেশে স্মার্টফোনওয়ালা পরিবারের সংখ্যা শহরের চেয়ে গ্রামে দ্বিগুণ


১০ জুলাই ২০২৩ সোমবার, ১০:২৪  এএম

স্টাফ রিপোর্টার

শেয়ার বিজনেস24.কম


দেশে স্মার্টফোনওয়ালা পরিবারের সংখ্যা শহরের চেয়ে গ্রামে দ্বিগুণ

মোবাইল ফোন ছাড়া এখন জীবন প্রায় অচল। আপনার হাতে যদি মোবাইল ফোন না থাকে তবে জীবনটা পানসে মনে হতে পারে। দেশে এখন কত মানুষের মোবাইল আছে, সেই প্রশ্নও জাগতে পারে অনেকের মনে। এর একটি উত্তর উঠে এসেছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) এক জরিপে। সেই জরিপ বলছে, বর্তমানে দেশে ৯ কোটি ৫০ লাখ ৫২ হাজার ৪২৮ জনের মোবাইল আছে। যাদের মোবাইল আছে, তাদের মধ্যে ৫ কোটি ৫১ লাখ পুরুষ ও ৩ কোটি ৯৯ লাখের বেশি নারী।

বিবিএস বলছে, বাংলাদেশে এখন অর্ধেকের বেশি পরিবারে অন্তত একটি করে স্মার্টফোন আছে। সে অনুযায়ী দেশের ২ কোটি ২০ লাখ ২ হাজার ৯৯২ বা ৫২ শতাংশ পরিবারে এখন স্মার্টফোন আছে। তবে স্মার্টফোনওয়ালা পরিবারের সংখ্যা শহরের চেয়ে গ্রামে দ্বিগুণ। শহরে যেখানে ৭৪ লাখ পরিবারে স্মার্টফোন আছে, সেখানে গ্রামে এই সংখ্যা প্রায় দ্বিগুণ, অর্থাৎ ১ কোটি ৪৬ লাখ।

বিবিএস ব্যক্তি ও পরিবার পর্যায়ে তথ্যপ্রযুক্তির ব্যবহার ও সুবিধার ওপর এই জরিপ করে। রোববার (৯ জুলাই) জরিপের চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করা হয়। জরিপে মোবাইল ব্যবহারের হিসাবটি পাঁচ বছরের বেশি বয়সের জনগোষ্ঠীকে বিবেচনায় নেয়া হয়েছে। ৩০ হাজার ৮১৬টি পরিবারের কাছ থেকে তথ্যপ্রযুক্তির ব্যবহার বিশেষ করে মোবাইল, রেডিও-টিভি, ট্যাব, ইন্টারনেটসংক্রান্ত তথ্য সংগ্রহ করা হয় জরিপে। নিজের মোবাইল না থাকলেও অনেকে পরিবার-পরিজনের মোবাইল ফোনে কথা বলেন।

যেমন মা-বাবার নিজের ফোন না থাকলেও সন্তান বা অন্যের ফোন ব্যবহার করেন। অন্যের ফোন ব্যবহারকারী এমন ব্যক্তির সংখ্যা আরও প্রায় সাড়ে চার কোটি। তাতে সব মিলিয়ে মোবাইল ব্যবহারকারী নারী-পুরুষের সংখ্যা ১৩ কোটি ৮৩ লাখ ছাড়িয়ে যায়। বিবিএসের সর্বশেষ হিসাবে, বর্তমানে দেশের মোট জনসংখ্যা প্রায় ১৭ কোটি।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) জরিপমতে, নিজের মোবাইল আছে, এমন মানুষের সংখ্যা ঢাকা বিভাগে সবচেয়ে বেশি। এই বিভাগের প্রায় ৬৮ শতাংশ মানুষের হাতে রয়েছে নিজের মোবাইল। আর সবচেয়ে কম মোবাইল রয়েছে ময়মনসিংহ বিভাগে। সেখানে সাড়ে ৫৫ শতাংশ জনগোষ্ঠীর নিজের ফোন আছে।

এবার নজর দেয়া যাক স্মার্টফোনের দিকে। স্মার্টফোন সবকিছু বদলে দিচ্ছে। ফেসবুক, গুগল, ইউটিউব, মেসেঞ্জারসহ নানা সামাজিক মাধ্যম ব্যবহার করা যায়। আবার সংবাদপত্র পড়াসহ বিভিন্ন তথ্য জানতেও স্মার্টফোন লাগে। এ জন্য দরকার হয় ইন্টারনেট। সেই ইন্টারনেট ব্যবহারকারী মানুষের সংখ্যাও নেহাত কম নয়, ৫ কোটি ৯৮ লাখ ৫৮ হাজার ৩১৭ জন। পরিবার বিবেচনায় নিলে বলা যায়, ১ কোটি ৬০ লাখ পরিবারের ইন্টারনেট সংযোগ আছে। এই তথ্যও বিবিএসের জরিপে উঠে এসেছে।

স্মার্টফোনের মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করা যায়। ফলে পুরো বিশ্বই যেন থাকে হাতের মুঠোয়। ইন্টারনেট ব্যবহারকারীদের মধ্যে দিনে অন্তত একবার ইন্টারনেট ব্যবহার করেন ৬৮ শতাংশ। এই তালিকায় অবশ্য ময়মনসিংহ বিভাগের লোকজন সবচেয়ে এগিয়ে আছে। সেখানকার প্রায় ৭৮ শতাংশ ইন্টারনেট ব্যবহারকারী দিনে অন্তত একবার অনলাইনে ঢুঁ মারেন। এ ক্ষেত্রে সবচেয়ে পিছিয়ে আছে রংপুর বিভাগ। সেখানে এই হার সাড়ে ৬২ শতাংশের ওপরে।

জানতে চাইলে অ্যাসোসিয়েশন অব মোবাইল টেলিকম অপারেটরস অব বাংলাদেশের (এমটব) মহাসচিব মোহাম্মদ জুলফিকার বলেন, ‘মোবাইল ফোন এখন দেশের মানুষের টেলিযোগাযোগের অন্যতম প্রধান হাতিয়ার। তাই নিজের ফোন কেনার সাধ্য না থাকলেও অন্য কারও বা পরিবারের অন্য সদস্যের ফোন ব্যবহার করে মানুষ যোগাযোগ রক্ষা করে আসছেন। এই যোগাযোগ যত দৃঢ় হয়, অর্থনীতিতে তা তত বড় ভূমিকা রাখতে সক্ষম হয়। উদাহরণস্বরূপ বলা যায়, দেশজুড়ে মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) দেওয়া সম্ভব হচ্ছে শক্তিশালী মোবাইল নেটওয়ার্কের কারণে।’

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন:

বিজ্ঞান ও প্রযুক্তি -এর সর্বশেষ