১৬ এপ্রিল ২০২৩ রবিবার, ১১:৩৬ এএম
ধর্ম ডেস্ক
শেয়ার বিজনেস24.কম
পাথওয়ে আয়োজিত দেশের প্রথম কোরআন উৎসব ২০২৩ এর চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ এপ্রিল) মিরপুরের পাথওয়ে হলরুমে এই আয়োজনের সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
প্রায় দুই মাসেরও বেশি সময় ধরে রাজধানীর বিভিন্ন অঞ্চলের হিফজি মাদ্রাসা পড়ুয়া শিক্ষার্থীদের মধ্যে কয়েক ধাপের বাছাই ও প্রতিযোগিতার মাধ্যমে ১০ জন প্রতিযোগী চূড়ান্ত পর্বে অংশগ্রহণ করেন। এ প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছে জামিয়া বাবুস সালাম মাদ্রাসার শিক্ষার্থী মো. মায়াজ।
উক্ত অনুষ্ঠানের অন্যতম অতিথি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র জামাল মোস্তফা বলেন, জঙ্গিবাদ মুক্ত বাংলাদেশ গড়ার জন্য শিক্ষার্থীদের সাধারণ পড়ালেখার পাশাপাশি বিভিন্ন প্রতিযোগিতামূলক কর্মকাণ্ডের সাথে সংযুক্ত থাকতে হবে।
উৎসবের আরেক অতিথি জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের পেশ ইমাম মাওলানা মহিউদ্দিন কাসেম বলেন, সমাজের সামর্থ্যবান মানুষের কোরআনের খেদমতে এগিয়ে আসা উচিত।
উক্ত আয়োজনের শুভেচ্ছা বক্তা পাথওয়ে এর নির্বাহী পরিচালক মোঃ শাহিন বলেন, আমরা সবসময়ই জনসনকল্যাণমূলক কার্যক্রমে নিয়োজিত। আমাদের প্রতিষ্ঠানের এ আয়োজন প্রতিবছর ধারাবাহিকভাবে পরিচালিত হবে এবং একই সাথে তৃণমূলের মাদ্রাসাগুলো থেকে মেধাবী শিক্ষার্থী অন্বেষণের মাধ্যম হবে এটি।
আয়োজনে সেরা ৬ জন শিক্ষার্থীদের আর্থিক পুরস্কারের পাশাপাশি সনদ ও সার্টিফিকেট প্রদান করা হয়। এতে দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী যথাক্রমে মাহমুদুল ইসলাম (রোহান) ও রাকিবুল হাসান।
পাথওয়ে এর চেয়ারম্যান রইজুন রহমানের সভাপতিত্বে উক্ত আয়োজনে আরো উপস্থিত ছিলেন দৈনিক সকালের সময়ের সম্পাদক নূর হাকিম, উত্তরা বিশ্ববিদ্যালয়ের ইসলামী স্টাডি বিভাগের সিনিয়র অধ্যাপক মোস্তফা কবির সিদ্দিকী প্রমুখ।
উল্লেখ্য ১৯৯২ সাল থেকে জনকল্যাণমূলক বিভিন্ন কাজে বেসরকারিভাবে সক্রিয় ভূমিকা পালন করে আসছে পাথওয়ে।
শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।