২৯ জানুয়ারি ২০২৪ সোমবার, ১১:৪৪ এএম
স্টাফ রিপোর্টার
শেয়ার বিজনেস24.কম
![]() |
দিনাজপুরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে। সোমবার (২৯ জানুয়ারি) সকাল ৯টায় দিনাজপুর আবহাওয়া অফিস এই জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করে ৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। যা দেশের সর্বনিম্ন তাপমাত্রা।
ক্রমেই হ্রাস পাচ্ছে তাপমাত্রা। সাথে যোগ হওয়া হিমেল বাতাস আর ঘন কুয়াশা শীতের তীব্রতায় যেন আগুনে ঘি ঢেলে দেয়ার মতো। বর্তমানে এই জেলার ওপর দিয়ে তীব্র শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। ইতিমধ্যে এই জেলার ওপর দিয়ে ৫টি মৃদ্যু শৈত প্রবাহ বয়ে গেছে। এতে বিপর্যস্ত হয়ে পড়েছে বাসিন্দাদের জনজীবন।
এ শীত খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষের কষ্টের মাত্রা বাড়িয়েছে। শীত নিবারণের জন্য পুরনো মোটা কাপড়ের দোকানে ছুটছেন সাধারণ মানুষেরা। শহরের হকার্স মার্কেট, বউ বাজারসহ বিভিন্ন স্থানে ফুটপাতের পুরনো জামা কাপড়ের দোকানে ভিড় করছেন তারা।
দিনাজপুর আবহাওয়া অফিসের আবহাওয়া সহকারী কর্মকর্তা আসাদুজ্জামান বলেন, আগামী কয়েকদিন এমন তাপমাত্রা থাকতে পারে।
শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।