facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২১ এপ্রিল সোমবার, ২০২৫

Walton

দেড় বছর বয়সে ২৫০ কোটির বাড়ির মালিক রাহা


২৯ মার্চ ২০২৪ শুক্রবার, ০৬:০১  পিএম

স্টাফ রিপোর্টার

শেয়ার বিজনেস24.কম


দেড় বছর বয়সে ২৫০ কোটির বাড়ির মালিক রাহা

একরত্তি বয়সেই স্টার কিড হিসেবে জনপ্রিয় হয়েছে উঠেছে আলিয়া ভাট ও রণবীর কাপুরের মেয়ে রাহা। মাঝে মাঝেই খবরের শিরোনাম হয় সে। তবে এবার যে খবর এলো তাতে নিঃসন্দেহে অবাক করার মতো। দেড় বছর বয়সে ২৫০ কোটি রুপি মূল্যের বাড়ির মালিক বনে গেছে সে। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে তথ্য।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, এই মুহূর্তে মুম্বাইয়ের পালি হিলস এলাকায় বাস্তু অ্যাপার্টমেন্টের নয় তলায় থাকেন ‘রণলিয়া’। এই আবাসনে আলিয়ারও একটি ফ্ল্যাট রয়েছে, যার আনুমানিক মূল্য ৩২ কোটি টাকা।

অন্যদিকে গত তিন বছর ধরে বান্দ্রায় নিজেদের বাংলো তৈরি করছেন এই তারকা দম্পতি। দাদু রাজ কাপুরের ‘কৃষ্ণা রাজ’ বাংলোকে নতুনভাবে তৈরি করছেন তারা। কাজ প্রায় শেষ, শিগগিরই নিজেদের স্বপ্নের বাড়িতে প্রবেশ করবেন রণবীর-আলিয়া। এই বাংলোর আনুমানিক মূল্য প্রায় ২৫০ কোটি টাকা।

এদিকে ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে আড়াই শ কোটি রুপি মূল্যের বাড়িটি নির্মাণ করতে নিজেদের গাটের পয়সা খরচ করেছেন আলিয়া-রণবীর। কাজ শেষ হতেই সেটি লিখে দিয়েছেন একমাত্র কন্যা রাহাকে। ওই সূত্রেই একরত্তি বয়সে কোটিপতি রাহা।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: