২৩ নভেম্বর ২০১৬ বুধবার, ০৬:০২ পিএম
শেয়ার বিজনেস24.কম
জাপানে একটি ঐতিহ্যবাহী এবং জনপ্রিয় খেলা হলো দ্রুত-খাওয়া প্রতিযোগিতা। এ প্রতিযোগিতায় দর্শক সমাগম হয় প্রচুর। তবে মজার পাশাপাশি এতে আছে চরম ঝুঁকিও।
সম্প্রতি একটি দ্রুত-খাওয়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ভাতের গোলা দ্রুত খেতে গিয়ে বিষম ঠেকে মারা গেছেন।
প্রতিযোগিতার আয়োজকেরা গণমাধ্যমকে জানান, গত ১৩ নভেম্বর সিগা এলাকার হাইকোনে অনুষ্ঠিত একটি প্রতিযোগিতায় তিন মিনিটের মধ্যে পাঁচটি ওনিগিরি রাইস বল খেতে গিয়ে অজ্ঞান হয়ে পড়েন এক প্রতিযোগী। তিন দিন অচেতন থাকার পর হাসপাতালে তার মৃত্যু হয়।
তবে ওই ব্যক্তির নাম প্রকাশ করতে রাজি হয়নি আয়োজকরা।
জাপানিদের কাছে দ্রুত-খাওয়া প্রতিযোগিতা জনপ্রিয় হলেও বিশেষজ্ঞরা দ্রুত খাওয়ার ফলে বিষম ঠেকে মৃত্যু, পাকস্থলী কিংবা অন্ননালী ক্ষতিগ্রস্ত হওয়ার বিষয়ে সতর্ক করে থাকেন।
শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।