২৪ নভেম্বর ২০২৪ রবিবার, ০৯:৩৯ এএম
ডেস্ক রিপোর্ট
শেয়ার বিজনেস24.কম
শেয়ারবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের কোম্পানি বে লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্টের শেয়ার লেনদেনে ইনসাইডার ট্রেডিং নিয়ম লঙ্ঘনের অভিযোগে সাউথইস্ট ব্যাংকের পরিচালক আলমগীর কবিরকে ১২ কোটি টাকা জরিমানা করেছে শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
আলমগীর কবিরের সঙ্গে একই অপরাধে দণ্ডিত আরও দুই ব্যক্তি রয়েছেন। যারা হলেন-আলমগীর কবিরের স্ত্রী ও বে লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্টের বর্তমান চেয়ারম্যান অধ্যাপক সুরাইয়া বেগম ও সুরাইয়া বেগমের জামাতা তুষার এলকে মিয়াকে তুষার এলকে মিয়া। এরমধ্যে সুরাইয়া বেগমকে ৫ কোটি টাকা এবং তুষার এলকে মিয়াকে আড়াই কোটি টাকা জরিমানা করা হয়েছে।
বে লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্টের শেয়ার নিয়ে একই অপরাধে তিনটি ব্রোকারেজ হাউজকে মোট ১১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
এছাড়া, সিকিউরিটিজ নিয়ম লঙ্ঘন করে বে লিজিংয়ের শেয়ার লেনদেনের জন্য সাউথইস্ট ব্যাংক ক্যাপিটাল সার্ভিসেসকে ৫০ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
এছাড়া বে লিজিংয়ের পরিচালনা পর্ষদ, ব্যবস্থাপনা পরিচালক এবং কোম্পানি সচিবকে সতর্ক করা করা হয়েছে।
বে লিজিংয়ের মূল উদ্যোক্তা আলমগীর কবিরের ভাই শাহজাহান কবির। স্ত্রীসহ পরিবারের সদস্যরা এর পরিচালনা পর্ষদের সদস্য হওয়ায় আলমগীর কবির অবাধে পরিচালনা পর্ষদের সভায় অংশগ্রহণ করতেন এবং সিদ্ধান্ত গ্রহণে ভূমিকা রাখতেন। তবে কয়েকজন পরিচালকের আপত্তির কারণে গত এক বছর ধরে তিনি পর্ষদ সভায় অংশ নিতে পারছেন না।
শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।