facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ০৪ জানুয়ারি শনিবার, ২০২৫

Walton

ধার শোধে সময় পেল ৫ দুর্বল ব্যাংক, সংকট কাটেনি পুরোপুরি


০১ জানুয়ারি ২০২৫ বুধবার, ১০:৩৮  এএম

ডেস্ক রিপোর্ট

শেয়ার বিজনেস24.কম


ধার শোধে সময় পেল ৫ দুর্বল ব্যাংক, সংকট কাটেনি পুরোপুরি

বাংলাদেশ ব্যাংক শেয়ারবাজারের ৫ দুর্বল ব্যাংককে ঋণ শোধের সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। গ্যারান্টির আওতায় প্রথম ধাপে ৯০০ কোটি টাকা শোধ করতে ব্যর্থ হওয়া ব্যাংকগুলো হলো ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক এবং ন্যাশনাল ব্যাংক।

এই ব্যাংকগুলো সচল ব্যাংক থেকে নেওয়া ঋণের শোধে আরও তিন মাস সময় চেয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কাছে প্রস্তাব জমা দিয়েছে।

এর আগে, গত ২২ সেপ্টেম্বর কেন্দ্রীয় ব্যাংক আন্তঃব্যাংক মুদ্রাবাজার থেকে তাদের ঋণ সহযোগিতা দিয়েছিল। তবে তারল্য সংকট কাটাতে কেন্দ্রীয় ব্যাংক এখন পর্যন্ত সাতটি ব্যাংককে মোট ৭ হাজার ৩৫০ কোটি টাকার সহায়তা দিয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি ২ হাজার ৩৯৫ কোটি টাকা পেয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ।

সোশ্যাল ইসলামী ব্যাংক পেয়েছে ১ হাজার ১৭৫ কোটি টাকা, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক ১ হাজার কোটি টাকা, ইউনিয়ন ব্যাংক ৪০০ কোটি টাকা, গ্লোবাল ইসলামী ব্যাংক ২৯৫ কোটি টাকা, ন্যাশনাল ব্যাংক ৯২০ কোটি টাকা এবং এক্সিম ব্যাংক ৭০০ কোটি টাকা।

তবে গ্যারান্টির আওতায় পাওয়া এই অর্থেও সংকট পুরোপুরি কাটেনি। পরিস্থিতি খারাপ হওয়ায় বাংলাদেশ ব্যাংক অতিরিক্ত ২২ হাজার ৫০০ কোটি টাকা ছাপিয়ে সহায়তা দিয়েছে।

এদিকে, গত আগস্টে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর বলেছিলেন, "অতীতের মতো টাকা ছাপিয়ে সরকার বা ব্যাংকগুলোকে সহায়তা করা হবে না।" তবে তিন মাসের মধ্যেই কেন্দ্রীয় ব্যাংক এ সিদ্ধান্ত থেকে সরে এসেছে।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন:

শেয়ারবাজার -এর সর্বশেষ