০৫ ফেব্রুয়ারি ২০২৫ বুধবার, ০১:২৪ পিএম
ডেস্ক রিপোর্ট
শেয়ার বিজনেস24.কম
নওগাঁর বাজার পরিস্থিতি:
নওগাঁর মোকামে প্রতি বস্তা (৫০ কেজি) মোটা চালের দাম ১০০ থেকে ২০০ টাকা পর্যন্ত কমেছে, যার ফলে খুচরা পর্যায়ে চালের দাম কেজিপ্রতি ২ থেকে ৩ টাকা কমেছে। বিশেষ করে স্বর্ণা-৫, গুটি স্বর্ণা এবং উনপঞ্চাশ জাতের চালের দাম বেশি কমেছে।
গতকাল (মঙ্গলবার) নওগাঁর বৃহত্তম মোকামে মোটা চাল স্বর্ণা-৫ ও গুটি স্বর্ণার দাম প্রতি বস্তা ২,৫০০ থেকে ২,৫৫০ টাকা এবং উনপঞ্চাশ জাতের চাল ২,৮০০ থেকে ২,৯০০ টাকায় বিক্রি হয়েছে। দুই সপ্তাহ আগে এই দাম আরও বেশি ছিল। সরু চালের মধ্যে জিরাশাইল ও কাটারিভোগ চালের দামও কমেছে ১০০-১৫০ টাকা পর্যন্ত।
নওগাঁ চালকল মালিক গ্রুপের সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন জানান, মোকামে চালের চাহিদা কমায় মিলমালিকেরা ধান কেনা কমিয়ে দিয়েছেন, ফলে ধানের দামও কমেছে মণপ্রতি ৫০ থেকে ১০০ টাকা পর্যন্ত।
কুষ্টিয়ার বাজার পরিস্থিতি:
কুষ্টিয়ার খাজানগর মোকামে গত কয়েক দিনে চালের দাম কেজিপ্রতি ৫০ পয়সা কমেছে। মিনিকেট চালের দাম মানভেদে ৭৮-৭৯ টাকায় নেমেছে, যদিও জানুয়ারির শুরুতে তা ৭৪ টাকায় পাওয়া যাচ্ছিল।
বাংলাদেশ অটো মেজর অ্যান্ড হাসকিং মিল মালিক সমিতির কুষ্টিয়ার সাধারণ সম্পাদক জয়নুল আবেদীন প্রধান জানান, আমদানি করা চাল বাজারে আসায় দেশি চালের চাহিদা কমেছে, ফলে মিলগেট থেকে কম দামে চাল বিক্রি হচ্ছে।
দাম কমার কারণ ও ভবিষ্যৎ পূর্বাভাস:
বিশেষজ্ঞদের মতে, রোজার আগে চালের দাম বড় ধরনের বৃদ্ধি নাও হতে পারে, তবে বাজার পরিস্থিতির উপর নজর রাখা প্রয়োজন।
শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।